বোর্ডের সাধারণ সভায় নজর তিন গুরুত্বপূর্ণ বিষয়ে

আগামী ২৪ ডিসেম্বর আহমেদাবাদে মোতেরায় সর্দার পটেল স্টেডিয়াম(Ahmedabad motera stadium)বসতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সাধারণ সভা( BCCI)। এই বৈঠকে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা নজর দেবেন বোর্ড কর্তারা।

তিনটি বিষয়ের মধ‍্যে প্রথমটি হল ২০২১ আইপিএল(IPL) এ নতুন দুটি ফ্র‍্যাঞ্চাইজি কে হবে? দ্বিতীয় আলোচনার বিষয় হল তিনজন নতুন জাতীয় নির্বাচক বাছাই এবং আইসিসিতে ভারতের প্রতিনিধিত্ব কে করবেন? তৃতীয় আলোচনার বিষয় হলো, মহিম ভার্মার বদলে বোর্ডের নতুন সহ-সভাপতি কে হবেন? সূত্রের খবর মহিম ভার্মার বদলে নতুন সহ-সভাপতি হতে পারেন রাজীব শুক্ল(Rajeev Shukla)।এছাড়াও বোর্ডের জেনারেল বডি থেকে কোন দুজন আইপিএল এ গভর্নিং কাউন্সিলে যাবেন, সে ব‍্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হবে।

২৪ তারিখ বৈঠকে এই বিষয় গুলির ওপর নজর দেবেন বোর্ড কতৃপক্ষ।

আরও পড়ুন:রাজ‍্য টেবিল টেনিস চ‍্যাম্পিয়ন প্রাপ্তি সেন এবং রনিত ভঞ্জ

Previous articleমধ্যপ্রদেশে জ্বালানির উপর গো-শুল্ক বসানোর পরিকল্পনা বিজেপি সরকারের
Next articleবৌবাজারের চা-চক্র থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ দিলীপের