শেষমুহুর্তে পরিকল্পনার রদবদল না হলে আগামী শনিবার বিজেপিতে (BJP) যোগ দিচ্ছেন শুভেন্দু অধিকারী-সহ (Suvendu Adhikary) তিন তৃণমূল বিধায়ক৷ বিজেপি সূত্রের খবর, প্রথম জন অবশ্যই শুভেন্দু অধিকারী, দ্বিতীয় বিধায়ক বারাকপুরের শীলভদ্র দত্ত (Silbhadra Dutta)৷ তৃতীয়জনের নাম গেরুয়া শিবির এখনও গোপন রেখেছে৷ কারন, শেষদফার আলোচনা এখনও চলছে৷ শনিবারের মধ্যে দু’তরফের কথাবার্তা ইতিবাচক হলেই তৃতীয় নাম সামনে আনবে বিজেপি৷ না হলে পরের দফায় এই তৃতীয় নেতা পদ্ম-পতাকা হাতে নেবেন, এমনই স্থির হয়েছে বিজেপির তরফে৷

বারাকপুরের তৃণমূল (TMC) বিধায়ক শীলভদ্র দত্ত বছর দুয়েক ধরেই বেসুরো গাইছেন৷ তৃণমূল বৃত্তে তিনি মুকুল রায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত৷ বারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের সঙ্গেও সুসম্পর্ক আছে তাঁর৷ মুকুলবাবুর বিজেপি যোগদানের সময়ই কথা ভেসেছিলো একইসঙ্গে তিনিও বিজেপিতে যাচ্ছেন৷ সেই লক্ষ্যে তিনি তখন মুকুল রায়ের দিল্লির বাড়িতেও গিয়েছিলেন৷ কিন্তু যে কোনও কারনেই হোক, সে যাত্রায় শীলভদ্র আর বিজেপিতে যাননি৷ এরপর তৃণমূলও তাঁকে স্বীকৃতি দেয় দলের অন্যতম সাধারণ সম্পাদক পদে বসিয়ে৷
ইদানিং শীলভদ্র দত্ত ফের তৎপর হয়েছেন৷ বেসুরো বক্তব্যে নজর কাড়ছেন৷ আর ভোটে দাঁড়াবেন না, বলেছেন বারাকপুরের এই ১০ বছরের বিধায়ক৷ গত একমাসে তিনি দু’বার দেখা করেছেন মুকুল রায়ের সঙ্গে৷ তোপ দেগেছেন প্রশান্ত কিশোরের দিকে৷ দলের সাংগঠনিক বিষয়ে মাথা গলানোর অধিকার প্রশান্ত কিশোরের আছে কি’না, তা নিয়ে প্রকাশ্যেই প্রশ্ন তুলেছেন শীলভদ্র৷ তৃণমূলের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক তাঁর বাড়িতে গিয়েও দেখা পাননি৷ মোটের ওপর, তৃণমূলের সঙ্গে অনেকটাই দূরত্ব বাড়িয়েছেন বিধায়ক শীলভদ্র৷ মুকুল রায় সূত্রের খবর, শীলভদ্র দত্তর বিজেপিতে যোগদান নিশ্চিত ৷ মুকুলের ব্যবস্থা অনুসারেই শনিবার নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারীর সঙ্গে বারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্তর বিজেপিতে যোগদান মোটামুটি পাকা৷

এই মুহুর্তে তৃতীয়জনকে নিয়ে জল্পনা চলছে৷ তবে উল্লেখযোগ্য কিছু জানা যায়নি৷ শুধু জানা গিয়েছে জেলাস্তরের প্রথম সারির তৃণমূল নেতা তথা বিধায়ক তিনি৷

এদিকে জোর জল্পনা আজ বুধবার অথবা আগামীকাল বৃহস্পতিবার বিধায়ক পদে ইস্তফা দিচ্ছেন শুভেন্দু অধিকারী৷ শীলভদ্র দত্ত আদৌ ইস্তফা দেবেন কি’না, ইস্তফা দিলে কবে দেবেন, তা এখনও স্পষ্ট নয়৷

আরও পড়ুন-সুব্রত-অনুব্রতকেও দলে টানার চেষ্টা বিজেপির: অভিযোগ মমতার
