শনিবার প্রায় ২০ ঘণ্টা দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে জল বন্ধ: পুরসভা

আগামী শনিবার সকাল ১০টা থেকে রবিবার ভোর পর্যন্ত দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বন্ধ থাকবে জল সরবরাহ। কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে, গার্ডেনরিচ ওয়াটার ওয়ার্কসে কিছু মেরামতির কাজ থাকার জন্য দক্ষিণ কলকাতার বেশ কিছু এলাকায় বন্ধ থাকবে জল সরবরাহ। কালীঘাট বুস্টার পাম্পিং স্টেশন, রানীকুঠি, গড়ফা, চেতলা, বাঁশদ্রোণী-সহ একাধিক বুস্টার পাম্পিং স্টেশন বন্ধ থাকবে। তার জেরে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে শনিবার সকাল ১০টার পর থেকে জল সরবরাহ বন্ধ থাকবে। ফের জল সরবরাহ শুরু হবে ২০ তারিখ থেকে।

আরও পড়ুন- বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী পূর্তিতে বীর শহিদদের সম্মান ফোর্ট উইলিয়ামে

Previous articleকোচবিহারে মমতার সভায় জনসমুদ্র: দেখুন ভিডিও
Next articleভোটের বাদ্যি বাজাতে রাজ্যে এলেন কেন্দ্রীয় উপ-মুখ্যনির্বাচন কমিশনার সুদীপ জৈন