Sunday, August 24, 2025

নরেন্দ্র মোদির ( PM Narendra Modi) গোপন কথা ফাঁস করে দিলেন কৈলাশ বিজয়বর্গীয় ( BJP GS)। আর সে নিয়ে বিজেপির মুখ লুকনোর জায়গা নেই।

একটি ভিডিও ভাইরাল হয়েছে বিগত ২৪ ঘন্টায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে মধ্যপ্রদেশে (Madhyaparadesh) দলের একটি বৈঠক করছেন কৈলাশ। সেখানে তিনি যে কথা বলছেন, তা শুনে রাজনৈতিকমহল বিস্মিত। নিশ্চিতভাবে দলেরই কোনও কর্মী লুকিয়ে সেই ভিডিও তুলেছেন। আর সে ক্ষত ঢাকতে বিজেপি কী বলে সেটাই দেখার।

আরও পড়ুন : দিল্লি যাচ্ছেন না শুভেন্দু, অমিতের সভাতেই বিজেপিতে যোগদান

কী বলেছেন কৈলাশ? তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, আজ আপনাদের একটি গোপন কথা বলব। আগে কেউ বলেনি। মধ্যপ্রদেশে কমলনাথের সরকার ফেলার ক্ষেত্রে যদি কারোর মুখ্য ভূমিকা থেকে থাকে, তাহলে তিনি নরেন্দ্র মোদি। মোটেই ধর্মেন্দ্র প্রধান ( Dharmendra Pradhan) নন।

ফেব্রুয়ারি মাসে মধ্যপ্রদেশে সরকার ফেলতে রিসর্ট পলিটিক্স (Resort Politics) দেখা যায়। কংগ্রেসের উদীয়মান নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Sindhia) বিজেপিতে যোগ দেন রীতিমতো কংগ্রেসের বিরুদ্ধে বিদ্রোহ করে। সেই সঙ্গে কংগ্রেস ছাড়েন ২২ বিধায়ক ( 22 MLA Quit Conggress)। মুখ্যমন্ত্রী হন শিবরাজ সিং চৌহান (Shivraj singh chouhan)। সে নিয়ে বিস্তর জলঘোলা হয়। বিজেপির বিধায়ক কেনাবাচা নিয়ে সরব হন বিরোধীরা।

আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই তোপ দেগেছে কংগ্রেস। কংগ্রেস নেতা নরেন্দ্র সালুজা (Narendra Saluja) বলেন, বিজেপি টাকা দিয়ে অসাংবিধানিকভাবে কীভাবে সরকার ভাঙে সেটা পরিষ্কার হয়ে গেল। আর এই কাজে সাদা চুলের প্রধানমন্ত্রী জড়িয়ে ভাবতে লজ্জা লাগে। তিনি আসলে ভারতীয় গণতন্ত্রকে হত্যা করেছেন। দেশের মানুষ প্রধানমন্ত্রীর আসল রূপ দেখুন।

এই ভিডিও নিয়ে যে রাজনৈতিকমহল তোলপাড় হবে তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...
Exit mobile version