Wednesday, November 5, 2025

পাল্টা মমতাকে তোপ দাগলেন ওয়াইসি, ‘মুসলিমরা আপনার জায়গির নয়’

Date:

Share post:

জলপাইগুড়ির সভামঞ্চ থেকে মঙ্গলবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নাম না করে অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM)-কে নিশানা করে তোপ দেগেছিলেন৷ অভিযোগ তোলেন, “বিজেপি মুসলিম ভোট ভাঙতে হায়দরাবাদ থেকে কোটি কোটি টাকা খরচ করে একটি পার্টিকে ডেকে আনছে”৷

২৪ ঘন্টার মধ্যেই এই অভিযোগের জবাব দিলেন মিম-প্রধান সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি ( Asaduddin Owaisi)৷ বুধবার ওয়েইসির পাল্টা তোপ, “আসাদউদ্দিন ওয়েইসিকে টাকা দিয়ে কেনার মতো কেউ এখনও জন্মায়নি। মুসলিম ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি বা জাগির নয় বলেও মন্তব্য করেছেন ওয়েইসি। হায়দরাবাদের সাংসদ বলেন, ওনার ( মমতা বন্দ্যোপাধ্যায়ের) অভিযোগ ভিত্তিহীন, উনি অস্থির হয়ে উঠেছেন। উনি আগে নিজের ঘর সামলান, সেদিকে নজর দিন। ওনার দল ছেড়ে কতজন বিজেপিতে চলে যাচ্ছেন। বিহারের যে ভোটাররা আমাদের ভোট দিয়েছেন, তাঁদের উনি অপমান করেছেন।

বিহার ভোটের উদাহরণ তুলে জলপাইগুড়িতে মমতা অভিযোগ করেছিলেন, মুসলিম ভোট কাটতে কোটি কোটি টাকা ঢেলে হায়দরাবাদ থেকে একটি দলকে নিয়ে আসছে বিজেপি৷ তৃণমূল নেত্রী বলেন, বিজেপির প্ল্যান হল, ওরা হিন্দু ভোটে থাবা বসাবে আর হায়দরাবাদের দলটা মুসলিম ভোট কাটবে। বিহার ভোটেও ওরা একই কাজ করেছিল। ওরা বিজেপির বি-টিম।

তৃণমূল নেত্রীর ওই বক্তৃতার প্রতিক্রিয়ায় ট্যুইটও করেন আসাদউদ্দিন। ট্যুইটে মমতার উদ্দেশ্যে বলেছেন, “এখনও পর্যন্ত আপনি শুধুমাত্র আপনার অনুগত মীরজাফর, সাদিকদের নিয়ে চলেছেন। যে মুসলিমরা নিজেদের কথা ভাবেন, নিজেরা সরব হন, তাঁদের আপনি পছন্দ করেন না। বিহারে আমাদের ভোটারদের অপমান করেছেন আপনি। মনে রাখবেন, বিহারে নিজেদের ব্যর্থতা আড়াল করতে ‘ভোটকাটুয়াদের’ ঘাড়ে দোষ দিয়ে গিয়েছে যে দলগুলি, তাদের কী হাল হয়েছে। মুসলিম ভোট আপনার জাগির নয়!”

প্রসঙ্গত, সাম্প্রতিক বিহার ভোটে নজরকাড়া ফল করেছে ওয়াইসির দল। বাংলা- বিহার সীমান্তের কাছে সীমাঞ্চল এলাকায় ৫টি আসন পায় হায়দরাবাদের এই রাজনৈতিক দলটি। বিহারের ফলপ্রকাশের দিনই ওয়াইসি ঘোষণা করেছিলেন, এ বার তাদের লক্ষ্য পশ্চিমবঙ্গ।

রাজনৈতিক মহলের বিশ্লেষণ, মিম এ রাজ্যে প্রার্থী দিলে তৃণমূলের মুসলিম ভোটব্যাঙ্কে ধাক্কা লাগতে পারে৷ তেমন ধারনার ভিত্তিতেই ওইদিন এমন মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন- বাংলাদেশ থেকে সরাসরি দার্জিলিং, ৫৫ বছর পর চালু হচ্ছে চিলাহা‌টি-হল‌দিবাড়ি রেলপথ

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...