ব্রিকস ব্যাঙ্কে যুক্ত হতে বাংলাদেশকে পরামর্শ মোদির

খায়রুল আলম,ঢাকা

বিশ্বের পাঁচ বৃহৎ উদীয়মান অর্থনীতির জোট ব্রিকসের উদ্যোগে পাঁচ বছর আগে গড়া নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে (এনডিবি) যুক্ত হতে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৃহস্পতিবার দুই দেশের ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে (Virtual Summit) তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই আমন্ত্রণ জানান।
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এতে আগ্রহ প্রকাশ করেছেন।”
এদিন বেলা সাড়ে ১১টায় ভার্চুয়াল বৈঠক শুরু হয়। হাসিনা-মোদি বৈঠকের আগে ঢাকায় দুই দেশের মধ্যে জ্বালানি, সামাজিক উন্নয়ন, কৃষিসহ সাতটি বিষয়ে সহযোগিতার লক্ষ্যে সাতটি চুক্তি, প্রটোকল ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন ও দক্ষিণ আফ্রিকার অর্থনৈতিক জোট ব্রিকসের উদ্যোগে ২০১৫ সালের ২১ জুলাই যাত্রা শুরু করে নিউ ডেভলেপমেন্ট ব্যাঙ্ক-এনডিবি।
সে সময় বলা হয়েছিল, এই দেশগুলির বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থ সাহায্যের ক্ষেত্রে বিশ্ব ব্যাঙ্ক (World Bank) ও আইএমএফের (IMF) বিকল্প হয়ে উঠতে পারে নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ( New Development Bank )।

Previous articleনতুন উদ্যোগ আদিত্য স্কুল অফ স্পোর্টসের
Next articleশুধু শুভেন্দু কেন, আমি চলে গেলেও মমতার দলের ক্ষতি হবে না: সুব্রত