নতুন উদ্যোগ আদিত্য স্কুল অফ স্পোর্টসের

এবার বহু ক্রীড়া অনুশীলন কেন্দ্র ( Multi-Sports Academies) আনতে চলেছে আদিত‍্য স্কুল অফ স্পোর্টস( Aditya School of Sports)। যার নাম দেওয়া হয়েছে এসোস স্পোর্টস এরিনা (ASOS Sports Arena) বৃহস্পতিবার ক‍্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে আনুষ্ঠানিক ঘোষণা করল তারা। বারাসতে হবে এই অনুশীলন কেন্দ্র। যেখানে ফুটবল, ক্রিকেট, শুটিং বহু ক্রীড়ার অনুশীলন দেওয়া হবে। পাশাপাশি চলবে পড়াশোনাও।

লা-লিগা, এনবিএ, জয়দীপ কর্মকার শুটিং একাডেমি, দোলা এবং রাহুল বন্দোপাধ‍্যায় স্পোর্টস ফাউন্ডেশনের সঙ্গে গাঁটছড়া বাঁধে আদিত‍্য স্কুল অফ স্পোর্টস।

বৃহস্পতিবার এই অনুষ্ঠানে হাজির ছিলেন, প্রাক্তন ফুটবলার মেহতাব হুসেন, জয়দীপ কর্মকার, আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ‍্যায়, প্রাক্তন ক্রিকেটার দীপ দাশগুপ্ত প্রমুখরা।

আরও পড়ুন:কর ছাড় পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

Previous articleদুর্নীতিগ্রস্ত সরকারকে সরাতেই আমাদের আন্দোলন, সিঙ্গুরে শাসক দলকে তোপ দিলীপের
Next articleব্রিকস ব্যাঙ্কে যুক্ত হতে বাংলাদেশকে পরামর্শ মোদির