Friday, November 7, 2025

শুধু শুভেন্দু কেন, আমি চলে গেলেও মমতার দলের ক্ষতি হবে না: সুব্রত

Date:

রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikary) সঙ্গে তৃণমূলের সম্পর্ক এখন অতীত। অন্তত একটা পর্বের অবসান। এবার শুভেন্দুর পরবর্তী রাজনৈতিক পদক্ষেপের দিকে নজর রাজনৈতিক মহলের। শুভেন্দু শিবির প্রকাশ্যে কিছু না বললেও, প্রাক্তন মন্ত্রীর বিজেপিতে (BJP) যোগদান কার্যত সময়ের অপেক্ষা। শনিবার অমিত শাহের(Amit Sah) হাজিরার নিজেই গড়েই গেরুয়া শিবিরে যোগদান সাঙ্গ হতে পারে।

শুভেন্দু চলে যাওয়ায় দলের উপর কতটা প্রভাব পড়বে? এই প্রশ্নের উত্তরে তৃণমূল কংগ্রেসের (TMC) বর্ষীয়ান নেতা, তথা রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee) প্রকাশ্যে অন্তত শুভেন্দুর দলত্যাগকে বিশেষ গুরুত্ব দিতে চাইছে না। বিষয়টাকে লঘু করেই দেখলেন তিনি। বরং, তাঁর পদত্যাগ নিয়ে কটাক্ষের সুরই সুব্রত বলেন, “তৃণমূল অনেক বড় দল। আপনাদের কী মনে হয়? এতবড় দলে আমি বা কেউ যদি না থাকি তার ওপর দলের ভবিষ্যৎ নির্ভর করবে। কয়েক লক্ষ আমাদের সদস্য। এটা তো বোঝা উচিত যে একটা গেল বা দুটো, তিনটে, চারটে গেলেও এত বড়় দলের কোনও ক্ষতি হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এক একটা জনসভা করছেন, সেখানে কত মানুষ ভিড় করছেন। প্রচুর মানুষ ভিড়ে সভায় ঢুকতেই পারছেন না। অসুবিধা সত্বেও ছেলে কোলে নিয়েও মায়েরা সভায় হাজির থাকছেন। তারপরেও বলছেন কে একটা গেল তাতে এত বড় দলের খুব ক্ষতি হয়ে যাবে না।”

এখানেই শেষ নয়। তিনি আরও বলেন, “যাঁরা দল ছেড়ে যায় তাঁরা মনে মনে খুব আনন্দ পায়। এসব দেখে আরও অনেকে আনন্দ পায়। এতে লাভ হয় না। আমরা তো পালিয়ে যাচ্ছি না দেশ ছেড়ে। গল্প শুনবো না, যা হবে দেখব, তারপর যা বলার বলবো।”

শুভেন্দুর আরও বেশ কয়েকজন সাংসদ, বিধায়ক, জনপ্রতিনিধির দল ছেড়ে বিজেপিতে যোগদার সম্ভাবনা প্রবল হয়েছে। ভোটের আগে এটা কী শাসক দলের কপালে ভাঁজ ফেলার মতো নয়? এ প্রশ্নের জবাবে সুব্রত বলেন, “সারা পৃথিবীতে যত গণতান্ত্রিক দল আছে সেখানে একজন বা কয়েকজন পদত্যাগ করলেই দল উঠে গেছে এমন নজির কি আছে? আমি যদি দল ছেড়েদি তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল উঠে যাবে?”

আরও পড়ুন- নতুন উদ্যোগ আদিত্য স্কুল অফ স্পোর্টসের

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version