Tuesday, August 12, 2025

শুধু শুভেন্দু কেন, আমি চলে গেলেও মমতার দলের ক্ষতি হবে না: সুব্রত

Date:

রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikary) সঙ্গে তৃণমূলের সম্পর্ক এখন অতীত। অন্তত একটা পর্বের অবসান। এবার শুভেন্দুর পরবর্তী রাজনৈতিক পদক্ষেপের দিকে নজর রাজনৈতিক মহলের। শুভেন্দু শিবির প্রকাশ্যে কিছু না বললেও, প্রাক্তন মন্ত্রীর বিজেপিতে (BJP) যোগদান কার্যত সময়ের অপেক্ষা। শনিবার অমিত শাহের(Amit Sah) হাজিরার নিজেই গড়েই গেরুয়া শিবিরে যোগদান সাঙ্গ হতে পারে।

শুভেন্দু চলে যাওয়ায় দলের উপর কতটা প্রভাব পড়বে? এই প্রশ্নের উত্তরে তৃণমূল কংগ্রেসের (TMC) বর্ষীয়ান নেতা, তথা রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee) প্রকাশ্যে অন্তত শুভেন্দুর দলত্যাগকে বিশেষ গুরুত্ব দিতে চাইছে না। বিষয়টাকে লঘু করেই দেখলেন তিনি। বরং, তাঁর পদত্যাগ নিয়ে কটাক্ষের সুরই সুব্রত বলেন, “তৃণমূল অনেক বড় দল। আপনাদের কী মনে হয়? এতবড় দলে আমি বা কেউ যদি না থাকি তার ওপর দলের ভবিষ্যৎ নির্ভর করবে। কয়েক লক্ষ আমাদের সদস্য। এটা তো বোঝা উচিত যে একটা গেল বা দুটো, তিনটে, চারটে গেলেও এত বড়় দলের কোনও ক্ষতি হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এক একটা জনসভা করছেন, সেখানে কত মানুষ ভিড় করছেন। প্রচুর মানুষ ভিড়ে সভায় ঢুকতেই পারছেন না। অসুবিধা সত্বেও ছেলে কোলে নিয়েও মায়েরা সভায় হাজির থাকছেন। তারপরেও বলছেন কে একটা গেল তাতে এত বড় দলের খুব ক্ষতি হয়ে যাবে না।”

এখানেই শেষ নয়। তিনি আরও বলেন, “যাঁরা দল ছেড়ে যায় তাঁরা মনে মনে খুব আনন্দ পায়। এসব দেখে আরও অনেকে আনন্দ পায়। এতে লাভ হয় না। আমরা তো পালিয়ে যাচ্ছি না দেশ ছেড়ে। গল্প শুনবো না, যা হবে দেখব, তারপর যা বলার বলবো।”

শুভেন্দুর আরও বেশ কয়েকজন সাংসদ, বিধায়ক, জনপ্রতিনিধির দল ছেড়ে বিজেপিতে যোগদার সম্ভাবনা প্রবল হয়েছে। ভোটের আগে এটা কী শাসক দলের কপালে ভাঁজ ফেলার মতো নয়? এ প্রশ্নের জবাবে সুব্রত বলেন, “সারা পৃথিবীতে যত গণতান্ত্রিক দল আছে সেখানে একজন বা কয়েকজন পদত্যাগ করলেই দল উঠে গেছে এমন নজির কি আছে? আমি যদি দল ছেড়েদি তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল উঠে যাবে?”

আরও পড়ুন- নতুন উদ্যোগ আদিত্য স্কুল অফ স্পোর্টসের

Related articles

বিজেপির ভাষা-সন্ত্রাস, প্রতিবাদে ‘বাংলার মাটি, বাংলার জল’-এ মুখরিত দিল্লি

বিজেপির বাংলা-বিদ্বেষ, ভাষা-সন্ত্রাসের বিরুদ্ধে সংসদ চত্বরে গর্জে উঠলেন তৃণমূল সাংসদরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন ভাষা আন্দোলনের। সেই...

শ্রাবনের শেষ লগ্নে বিদায়ী বর্ষার দাপট! উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা 

চলতি সপ্তাহে শেষ হচ্ছে শ্রাবণ। কিন্তু বৃষ্টির (Rain) ইনিংস থামার কোনও পূর্বাভাস নেই উত্তরবঙ্গে। বরং রয়েছে বিদায়ী বর্ষায়...

দেবকে টক্করের বার্তা শিবপ্রসাদের, ‘ধূমকেতু’ মুক্তির দিনই ‘রক্তবীজ ২’ টিজার প্রকাশ

১৪ অগাস্ট মুক্তি পাচ্ছে 'ধূমকেতু'। দেব-শুভশ্রীর (Dev- Shubhashree Ganguly) মাখো মাখো প্রেমের ছবি নিয়ে হাইপ তুঙ্গে। কৌশিক গঙ্গোপাধ্যায়ের...

সাহস থাকলে লোকসভা ভেঙে দিয়ে দেশ জুড়ে SIR করুক বিজেপি : অভিষেক

ভোটার তালিকায় গরমিল থাকলে ভেঙে দিন লোকসভা, আগে বিজেপি মন্ত্রীরা পদত্যাগ করুন তারপর বিরোধীরা করবে। এরপর সারা দেশে...
Exit mobile version