দুদিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

দুদিনের সফরে ( 2 days visit) রাজ্যে (West Bengal) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Central home minister) অমিত শাহ (Amit shah)। শনি ও রবিবার দিনভর রয়েছে তাঁর নানা কর্মসূচি (Tour plan), ঠাসা অনুষ্ঠান। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে (Home ministry) এমনটাই জানানো হয়েছে।

# শুক্রবার রাত ১১.৩০ নাগাদ অমিত শাহর কলকাতা বিমানবন্দরে (Kolkata airport)নামার কথা।

# রাতে তিনি থাকবেন নিউটাউনের ওয়েস্ট ইন হোটেলে।

# শনিবারের প্রথম কর্মসূচি সকাল ৯.৪৫ মিনিটে। এনআইএ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন।

# তারপর বেলা ১০.৪৫ মিনিটে স্বামী বিবেকানন্দের পৈত্রিক ভিটে পরিদর্শনে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

# এরপর তিনি হেলিকপ্টারে যাবেন পশ্চিম মেদিনীপুর(West midnapore)।

# বেলা ১২.৩০, সিদ্ধেশ্বরী মন্দির পুজো দেবেন।

# তারপর ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করবেন।

# এরপর যাবেন মহামায়া মন্দিরে পুজো দিতে।

# দুপুর ১.৩০-এ বালিজুরি গ্রামে রাজমিস্ত্রি সনাতনের পরিবারে মধ্যাহ্নভোজ করবেন।

# সেখানে কিছুক্ষণ বিশ্রামের পর দুপুর ২.৩০ মিনিটে মেদিনীপুর কলেজ ময়দানে তাঁর সভা রয়েছে।

# রাত্রে হেলিকপ্টারে তিনি কলকাতায় ফিরে আসবেন।

# শনিবার রাতে বালিগঞ্জের পার্ক লেন-এ একটি বৈঠকে যোগ দেবেন।

# রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যাবেন বিশ্বভারতীতে।

# সকাল ১০.৫০ -এ বীরভূম যাবেন হেলিকপ্টারে।

# বেলা ১১ টায় বিশ্বভারতীর অনুষ্ঠানে যোগ দেবেন।

# দুপুর ১.০০ টায় পারুলডাঙ্গায় বাউল শিল্পীর সঙ্গে মধ্যাহ্নভোজ।

# দুপুর ২ টো ও বিকেল ৪টে রোড শো।

# হনুমান মন্দির থেকে বোলপুর চৌরাস্তার রোড শো।

আরও পড়ুন- দেশের সেরা ‘সাইবার কপ’-এর খেতাবে কলকাতা পুলিশের ডেনিস অনুপ লাকরা

Previous articleদেশের সেরা ‘সাইবার কপ’-এর খেতাবে কলকাতা পুলিশের ডেনিস অনুপ লাকরা
Next articleIPS ডেপুটেশন নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত চরমে, শীর্ষ আদালতের দ্বারস্থ রাজ্য সরকার