Tuesday, May 6, 2025

তৃণমূল ছেড়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ৷ প্রাক্তন পুরপ্রধান ও বাঁকুড়া জেলায় তৃণমূলের সহ সভাপতি ছিলেন তিনি ৷ বৃহস্পতিবার তিনি তাঁর ইস্তফাপত্র জেলা তৃণমূল সভাপতি শ্যামল সাঁতরাকে পাঠিয়ে দেন ৷
বরাবর শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বলে পরিচিত বর্ষীয়ান নেতা তাঁরই পথে হেঁটে তৃণমূল ছেড়েছেন ঠিকই, কিন্তু তাকে কি আদৌ বিজেপি ঠাঁই দেবে? শুভেন্দুর বিজেপিতে যোগদান শুধু সময়ের অপেক্ষা । কিন্তু বঙ্গ বিজেপির অন্দরের খবর, আদতে কংগ্রেসি রাজনীতির পথ ধরে উঠে আসা বর্ষীয়ান শ্যামাপ্রসাদকে দলে জায়গা দিতে নারাজ বিজেপি । সেক্ষেত্রে তিনি যতই শুভেন্দু নির্ভর হন না কেন, তার পক্ষে বিজেপিতে যোগদান নিয়ে প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে । কারণ, তৃণমূল ত্যাগের পর শুভেন্দুর পথে হেঁটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ও বিজেপিতে যোগ দিতে পারেন, এই জল্পনা উসকে উঠতেই বাঁকুড়া বিজেপি নেতৃত্বের মধ্যে তুমুল শোরগোল দেখা দেয়। দলীয় সদস্যরা ও এমনকি বিজেপির নিচুতলার কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের অভিযোগ, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দুর্নীতিগ্রস্ত। তাই তাঁকে বিজেপিতে নেওয়া যাবে না।
তার বিজেপি যোগদান নিয়েও এমনই আপত্তি তুলেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। বৃহস্পতিবার রাত পর্যন্ত এই ইস্যুতে বিষ্ণুপুরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী, সদস্যরা।
সম্প্রতি বিষ্ণুপুর পুরসভার প্রশাসকের পদ থেকেও তাঁকে সরিয়ে দিয়েছিল তৃণমূল৷ তার গতিপ্রকৃতি আঁচ করেই আগাম তৃণমূল এই সিদ্ধান্ত নিয়েছিল বলে জানিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব । এখন দেখার, আদৌ বিজেপিতে যোগ দিয়ে নিজের রাজনৈতিক কেরিয়ার টিকিয়ে রাখতে পারেন কিনা এই বর্ষীয়ান নেতা। অন্যথায় তার রাজনৈতিক কেরিয়ার যে ঘোর অনিশ্চয়তার পথে হাঁটবে তা বলার অপেক্ষা রাখে না ।

Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...
Exit mobile version