Saturday, November 29, 2025

‘তৃণমূলেই আছি’, ইস্তফাপত্র প্রত্যাহার করে জানালেন জিতেন্দ্র তিওয়ারি

Date:

Share post:

ক্ষোভ এখন অতীত, তৃণমূলেই থাকছেন জিতেন্দ্র তিওয়ারি৷

দলের এবং দলের কিছু নেতার বিরুদ্ধে চড়াসুরে ক্ষোভ প্রকাশ করে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি৷ তৃণমূলের প্রাথমিক সদস্যপদের পাশাপাশি আরও একাধিক পদ থেকে ইস্তফাও দিয়েছিলেন জিতেন্দ্র। তাঁর ক্ষোভ দূর করার জন্য সক্রিয় হয়েছিলো তৃণমূল। শুক্রবার রাতে বৈঠক হয়৷ সেই বৈঠক সফল৷
আসানসোল পুরনিগমের প্রশাসক, পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর কেন্দ্রের তৃণমূল বিধায়ক, দলের ওই জেলার সভাপতি জিতেন্দ্র তিওয়ারি, বিধায়ক পদ ছাড়া দলের সব পদ থেকেই ইস্তফা দিয়েছিলেন৷ তারপর থেকেই জিতেন্দ্রকে নিয়ে শুরু হয় জল্পনা, গুঞ্জন সৃষ্টি হয়, শনিবার অমিত শাহের সভামঞ্চেই তিনি হাতে নেবেন গেরুয়া পতাকা৷

আসানসোলের উন্নয়ন নিয়ে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে বিবাদ শুরু হয় জিতেন্দ্রর। দু’তরফের বাকযুদ্ধের পরই তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করেন জিতেন্দ্র।

শুক্রবার কলকাতায় আসেন জিতেন্দ্র৷ রাতে মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠক হয় জিতেন্দ্রর। বৈঠকে ছিলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর।অরূপ বিশ্বাস এবং পিকের সঙ্গে বৈঠকের পর জিতেন্দ্র তিওয়ারি বলেছেন, “আমি ভুল করেছিলাম ইস্তফা দিয়ে। দিদি দুঃখ পেয়েছিলেন। দিদিকে কোনও দুঃখ দিতে চাই না। তাই আমি দলেই থাকছি।” দলের কাছে পাঠানো ইস্তফা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণাও করেছেন জিতেন্দ্র৷ তিনি বলেছেন, “আমি দিদির বিরুদ্ধে একটা কথাও বলিনি৷ একটা ভুল বোঝাবুঝি হয়েছিলো, তা মিটে গিয়েছে৷ বৈঠকের শেষে অরূপ বিশ্বাস বলেছেন, “তৃণমূল একটা পরিবার। পরিবারে ভুল বোঝাবুঝি হয়। তাই বলে কেউ ছেড়ে চলে যায় না। জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে যা হয়েছিলো, সব মিটে গিয়েছে। তিনি দলেই আছেন।”

একই সুরে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি বলেছেন, “ভুল বোঝাবুঝি হয়েছিলো৷ এখন আর কোনও সমস্যা নেই৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলেই আছি এবং থাকবো”৷ সব জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার রাতে একথাই জানিয়ে দিয়েছেন জিতেন্দ্র তিওয়ারিও৷

আরও পড়ুন- শনিবার জনসভার মাঠে একই চপারে নামবেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী: সূত্র

spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...