Monday, August 25, 2025

‘দলত্যাগী’রা ৩১ মে’র পর আবার তৃণমূলে ফেরার জন্য লাইন দেবেন, জানালেন জ্যোতিপ্রিয়

Date:

তৃণমূল কংগ্রেসের সঙ্গে ২১ বছরের সম্পর্ক ত্যাগ করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মন্ত্রিত্ব, বিধায়কের পদ এবং দল থেকে ইস্তফা দিয়েছেন তিনি। এখন অপেক্ষা, তাঁর বিজেপিতে (BJP) যোগদানের। এরই মধ্যে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mullick) নিজের ক্ষোভ উগরে দিলেন তাঁর বিরুদ্ধে। বললেন, “শুভেন্দুকে-২০২১ এর ৩১ মে’র পর কপাল চাপড়াতে হবে।”

বৃহস্পতিবার হাবড়ায় ‘দুয়ারে সরকার’ (Duyare Sarkar) প্রকল্পের প্রচারে বেরিয়েছিলেন খাদ্যমন্ত্রী। সেখানে শুভেন্দুর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, “শুভেন্দু ভুল করছেন। যারা এখন দল ছাড়ছেন ২০২১ সালের ৩১ মে’র পর তাঁরা তৃণমূল ভবনে ফের দরজার বাইরে লাইনে দাঁড়াবেন। শুভেন্দুকে ২০২১ এর ৩১ মে’র পর কপাল চাপড়াতে হবে।” তিনি আরও বলেন, ” মমতা বন্দ্যোপাধ্যায় ২৩০ আসন নিয়ে ক্ষমতায় আসবেন। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ‘মা ‘। তাই মা’কে ছেড়ে এভাবে চলে যাওয়া যায় না।”

বৃহস্পতিবারই জ্যোতিপ্রিয় মল্লিক ‘বঙ্গধ্বনী’তে যোগ দিয়ে কয়েকশো দলীয় কর্মীদের নিয়ে হাবড়া যশোর রোডে পদযাত্রা করেন। সেখানে তিনি বলেন, “আমার লিভারের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ফুসফুসের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। হৃদয়ের নাম মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। ২০২১-এর নির্বাচনের (Bidhansabha Election) জন্য যারা তৃণমূল ছেড়ে অন্যদলে যাচ্ছেন তাঁরা আগামী ৩১ মে মাসের পর ফের দলে আসবার জন্য লাইন দেবেন।”

একরকম ক্ষুব্ধ হয়ে তিনি আরও বলেন, “সমুদ্র থেকে দু-এক ঘটি জল এদিক-ওদিক হলে কিছু যায় আসে না দলের। ২১৭ জন বিধায়ক তৃণমূল থেকে চলে গেলেও কিছু যায় আসে না মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল কংগ্রেসের প্রথম দিনের সৈনিক যারা ছিলেন তাঁরা সবাই রয়েছেন এখনও দলে।”

পাশাপাশি এদিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেন খাদ্যমন্ত্রী। বলেন, “হাবড়ায় কারও ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে দাড়াক এটা রাজনৈতিক লড়াইয়ের চ্যালেঞ্জ।”

আরও পড়ুন-জিতেন্দ্র তিওয়ারির সরকারি নিরাপত্তা প্রত্যাহার প্রশাসনের

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version