Friday, November 14, 2025

‘দলত্যাগী’রা ৩১ মে’র পর আবার তৃণমূলে ফেরার জন্য লাইন দেবেন, জানালেন জ্যোতিপ্রিয়

Date:

তৃণমূল কংগ্রেসের সঙ্গে ২১ বছরের সম্পর্ক ত্যাগ করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মন্ত্রিত্ব, বিধায়কের পদ এবং দল থেকে ইস্তফা দিয়েছেন তিনি। এখন অপেক্ষা, তাঁর বিজেপিতে (BJP) যোগদানের। এরই মধ্যে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mullick) নিজের ক্ষোভ উগরে দিলেন তাঁর বিরুদ্ধে। বললেন, “শুভেন্দুকে-২০২১ এর ৩১ মে’র পর কপাল চাপড়াতে হবে।”

বৃহস্পতিবার হাবড়ায় ‘দুয়ারে সরকার’ (Duyare Sarkar) প্রকল্পের প্রচারে বেরিয়েছিলেন খাদ্যমন্ত্রী। সেখানে শুভেন্দুর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, “শুভেন্দু ভুল করছেন। যারা এখন দল ছাড়ছেন ২০২১ সালের ৩১ মে’র পর তাঁরা তৃণমূল ভবনে ফের দরজার বাইরে লাইনে দাঁড়াবেন। শুভেন্দুকে ২০২১ এর ৩১ মে’র পর কপাল চাপড়াতে হবে।” তিনি আরও বলেন, ” মমতা বন্দ্যোপাধ্যায় ২৩০ আসন নিয়ে ক্ষমতায় আসবেন। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ‘মা ‘। তাই মা’কে ছেড়ে এভাবে চলে যাওয়া যায় না।”

বৃহস্পতিবারই জ্যোতিপ্রিয় মল্লিক ‘বঙ্গধ্বনী’তে যোগ দিয়ে কয়েকশো দলীয় কর্মীদের নিয়ে হাবড়া যশোর রোডে পদযাত্রা করেন। সেখানে তিনি বলেন, “আমার লিভারের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ফুসফুসের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। হৃদয়ের নাম মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। ২০২১-এর নির্বাচনের (Bidhansabha Election) জন্য যারা তৃণমূল ছেড়ে অন্যদলে যাচ্ছেন তাঁরা আগামী ৩১ মে মাসের পর ফের দলে আসবার জন্য লাইন দেবেন।”

একরকম ক্ষুব্ধ হয়ে তিনি আরও বলেন, “সমুদ্র থেকে দু-এক ঘটি জল এদিক-ওদিক হলে কিছু যায় আসে না দলের। ২১৭ জন বিধায়ক তৃণমূল থেকে চলে গেলেও কিছু যায় আসে না মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল কংগ্রেসের প্রথম দিনের সৈনিক যারা ছিলেন তাঁরা সবাই রয়েছেন এখনও দলে।”

পাশাপাশি এদিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেন খাদ্যমন্ত্রী। বলেন, “হাবড়ায় কারও ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে দাড়াক এটা রাজনৈতিক লড়াইয়ের চ্যালেঞ্জ।”

আরও পড়ুন-জিতেন্দ্র তিওয়ারির সরকারি নিরাপত্তা প্রত্যাহার প্রশাসনের

Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...
Exit mobile version