দলের প্রাথমিক সদস্যপদ ছাড়লেও বিধায়ক পদ ছাড়ছেন না শীলভদ্র

দলের প্রাথমিক সদস্যপদ ছাড়লেন বারাকপুরের(barrackpore) তৃণমূল বিধায়ক (tmcmla)শীলভদ্র দত্ত৷ শুক্রবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়ে পদত্যাগের কথা জানিয়েছেন তিনি ৷ তার দাবি, দলনেত্রীকে ই- মেল করে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি৷  বারাকপুরের বিধায়ক জানিয়েছেন, দলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি৷ তবে বিজেপিতে(bjp) যোগদানের কথা স্বীকার করেননি শীলভদ্র দত্ত(shilbhadra dutta)৷
যদিও তিনি আগেই জানিয়েছিলেন, তৃণমূলের হয়ে তিনি আর আগামী বিধানসভা নির্বাচনে (assembly election) লক্ষ্যণীয়  হল, বিধায়ক পদ কিন্তু ছাড়ছেন না শীলভদ্র দত্ত৷ সাধারণ মানুষের অসুবিধার কথা ভেবেই তিনি বিধায়ক পদ ছাড়ছেন না বলে সাফাই দিয়েছেন শীলভদ্র।

Previous articleবিদেশ পাচার হওয়া ৪১ কোটি টাকা ফেরত আনলো সরকার
Next articleEXCLUSIVE : দিলীপের বিস্ফোরণ, দিল্লির নেতারা মার খেলে তবে চেতনা হয়!