অস্ট্রেলিয়ার( Australia ) বোলারদের সামনে দুমড়ে মুষড়ে গেল ভারতীয় ( India) ব্যাটিং লাইন-আপ। তৃতীয় দিনের শুরুতেই ৯ উইকেট হারিয়ে ফেলে ভারতীয় দল। দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে করে বিরাট কোহলির ( Virat Kohli) দল। এরপরই ডিক্লেয়ার দিয়ে দেয় তারা। প্রথম টেস্টে ইন্ডিয়ার বিরুদ্ধে জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার মাত্র ৯০ রান।

এ যেন বিরাট লজ্জা ভারতের ব্যাটিং এ। ভারত-অস্ট্রেলিয়া পিঙ্ক বলের টেস্টে প্রথম ইনিংস এ দাপুটে ভাব দেখালেও। দ্বিতীয় ইনিংস এ একেবারে কুপোকাত বিরাট কোহলি, পুজারা, রাহানেরা। যার ফলে মাত্র ৩৬ রানে ৯ উইকেট হারিয়ে ফেলে বিরাট বাহিনী। এটাই ভারতের সর্বনিম্ন স্কোর। অস্ট্রেলিয়ার হয়ে ৫ উইকেট নেন হ্যাজেলউড। আর ৪ উইকেট নেন ক্যামিন্স।

আরও পড়ুন:আজ মরশুমের শীতলম দিন, কুয়াশা কাটতেই একধাক্কায় ৩ ডিগ্রি নামল পারদ
