Friday, August 22, 2025

আইপিএস ইস্যু: কেন্দ্রকে তোপ দেগে মমতার পাশে বাঘেল-গেহলট

Date:

Share post:

রাজ্যের তিন আইপিএস অফিসারকে বদলির ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্র-রাজ্য সংঘাত চূড়ান্ত আকার নিয়েছে। এই ঘটনা ‘যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পরিপন্থী’ অভিযোগ তুলে টুইট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মমতার টুইটের সমর্থনে তাঁর পাশে এসে দাঁড়িয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এবার মমতার সমর্থনে এগিয়ে এলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। শুধু তিনি নন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটও।

এদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট ট্যাগ করে মমতার সুরেই কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন বাঘেল। তিনি লেখেন, ‘দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো সংকটের মুখে। কেন্দ্রের বিজেপি সরকার রাজ্যের প্রশাসনিক ক্ষেত্রকে সংকটের মুখে ফেলে আধিকারিকদের বদলি করছে। আর সেটা করা হচ্ছে ঠিক নির্বাচনের আগে। কেন্দ্রের এহেন হস্তক্ষেপ অত্যন্ত আপত্তিজনক ও নিন্দনীয়।’ ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর পাশাপাশি এদিন টুইটারে মমতার পাশে এসে দাঁড়ান রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। এদিন তিনি ভূপেশ বাঘেল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইট রিটুইট করে বুঝিয়ে দেন বাংলার মুখ্যমন্ত্রীর পাশেই রয়েছেন তিনি।

আরও পড়ুন:অমিত শাহের সভায় ভাষণ দেবেন ৪ জন, শুভেন্দু দ্বিতীয় বক্তা

প্রসঙ্গত, গত ১০ ডিসেম্বর কলকাতা থেকে ডায়মন্ড হারবারে দলীয় কর্মসূচিতে যাওয়ার সময় হামলা হয় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে। এ ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে ওঠে অভিযোগের আঙুল। সেইদিন নাড্ডার নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিন আইপিএস অফিসার রাজীব মিশ্র, প্রবীণ ত্রিপাঠি এবং ভোলানাথ পাণ্ডে। ওই তিন অফিসারকে ডেপুটেশনে পাঠায় কেন্দ্র। এই ঘটনায় আপত্তি জানায় রাজ্য সরকার। গত ১৭ ডিসেম্বর ওই তিন অফিসারকে বদলি করে দেওয়া হয়। এরপরই কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে একের পর এক টুইট করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি লেখেন, রাজ্যের আপত্তি উড়িয়ে ৩ আইপিএস অফিসারের বদলির সিদ্ধান্ত ১৯৫৪ সালের আইপিএস ক্যাডার আইনের বিরোধিতা করছে। রাজ্যের প্রশাসনিক ব্যবস্থাকে কেন্দ্র নিয়ন্ত্রণ করবে, এই ঘটনা আমরা কিছুতেই বরদাস্ত করব না। কখনোই এই বিস্তারবাদী শক্তির কাছে মাথা নোয়াবে না রাজ্য।

spot_img

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...