Tuesday, November 4, 2025

তাঁরা দলেই আছেন, শাহের সভায় বিজেপিতে যোগদানের মিথ্যা ঘোষণা দুই তৃণমূল নেতার নামে!

Date:

Share post:

মেদিনীপুরে অমিত শাহের (Amit Shah) হাইভোল্টেজ জনসভায় বিজেপিতে মেগা যোগদানের তালিকায় হঠাৎ তাঁদের নাম! তালিকা দেখে আকাশ থেকে পড়লেন বেশ কয়েকজন তৃণমূল নেতা। তাঁরা দলও ছাড়েননি, বিজেপিতে যোগদানের কোনও প্রসঙ্গ ওঠেনি। কিন্তু শাহের মঞ্চের ঘোষক “যোগদান মেলায়” কেন তাঁদের নাম মুখে আনলেন? শুধু তাই নয়, রাজ্য বিজেপি মিডিয়া সেল ফলাও করে এদের নাম সমস্ত সংবাদমাধ্যমের কাছে পাঠিয়ে দিলেন!

অবাক কাণ্ড! বিজেপিতে যোগদানকারী হিসেবে শাহের জনসভায় ঘোষকের তারস্বরে ঘোষণার পর তৃণমূলের এই নেতাদের খোঁজ নিয়ে দেখা গেল কোথায় মেদিনীপুর? কোথায় অমিত শাহের সভা? আদপে তাঁরা তখন কলকাতায় বাড়িতে রয়েছেন।

এঁদের মধ্যে একজন দেবাশিস জানা (Debasish Jana)! যিনি বিধাননগর পুরনিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য। এদিন শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে বিজেপিতে (BJP) যোগদানকারীর তালিকায় নাম ছিল তাঁদেরও। ঘোষণাও করা হয় তাঁর নাম। কিন্তু মঞ্চে দেখা যায়নি দেবাশিসকে। ওয়াইজুল হককে।

এবিষয়ে দলের তরফে সাংবাদিক বৈঠকে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) দাবি করেন, “ওয়াইজুল হক নাকি জয়েন করেছেন, দেবাশিস জানা নাকি জয়েন করেছেন? না ওরা জয়েন করেননি। ওটা ভুল, মিথ্যে।”

শুধু তাই নয়, উত্তর দিনাজপুরের তৃণমূল নেতা প্রফুল্ল বর্মণের নামও বিজেপির প্রকাশিত তালিকায় ছিল। যদিও সভার পরই জেলা তৃণমূলের পার্টি অফিসে এসে তাঁর স্পষ্ট ঘোষণা, “আমি বিজেপিতে যাচ্ছি না, আমি তৃণমূল কংগ্রেসেই আছি।”

উল্লেখ্য, প্রফুল্ল বর্মন হেমতাবাদ বিধানসভার তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর তথা উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মনের স্বামী। এ প্রসঙ্গে তৃণমুল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, “কেন প্রফুল্ল বর্মনের নাম ঘোষণা করা হল এই বিষয়ে আমরা দলীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে আদালতের দারস্থ হব।” তবে কালিয়াগঞ্জের প্রাক্তন পৌরপিতা তথা কালিয়াগঞ্জ পুরসভার প্রশাসক কার্তিক চন্দ্র পালকে দল থেকে বহিষ্কার করা হল বলে জানিয়েছেন জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল।

আরও পড়ুন- আর্থিক দুর্নীতি! ফারুক আবদুল্লার ১২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...