Tuesday, December 23, 2025

তাঁরা দলেই আছেন, শাহের সভায় বিজেপিতে যোগদানের মিথ্যা ঘোষণা দুই তৃণমূল নেতার নামে!

Date:

Share post:

মেদিনীপুরে অমিত শাহের (Amit Shah) হাইভোল্টেজ জনসভায় বিজেপিতে মেগা যোগদানের তালিকায় হঠাৎ তাঁদের নাম! তালিকা দেখে আকাশ থেকে পড়লেন বেশ কয়েকজন তৃণমূল নেতা। তাঁরা দলও ছাড়েননি, বিজেপিতে যোগদানের কোনও প্রসঙ্গ ওঠেনি। কিন্তু শাহের মঞ্চের ঘোষক “যোগদান মেলায়” কেন তাঁদের নাম মুখে আনলেন? শুধু তাই নয়, রাজ্য বিজেপি মিডিয়া সেল ফলাও করে এদের নাম সমস্ত সংবাদমাধ্যমের কাছে পাঠিয়ে দিলেন!

অবাক কাণ্ড! বিজেপিতে যোগদানকারী হিসেবে শাহের জনসভায় ঘোষকের তারস্বরে ঘোষণার পর তৃণমূলের এই নেতাদের খোঁজ নিয়ে দেখা গেল কোথায় মেদিনীপুর? কোথায় অমিত শাহের সভা? আদপে তাঁরা তখন কলকাতায় বাড়িতে রয়েছেন।

এঁদের মধ্যে একজন দেবাশিস জানা (Debasish Jana)! যিনি বিধাননগর পুরনিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য। এদিন শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে বিজেপিতে (BJP) যোগদানকারীর তালিকায় নাম ছিল তাঁদেরও। ঘোষণাও করা হয় তাঁর নাম। কিন্তু মঞ্চে দেখা যায়নি দেবাশিসকে। ওয়াইজুল হককে।

এবিষয়ে দলের তরফে সাংবাদিক বৈঠকে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) দাবি করেন, “ওয়াইজুল হক নাকি জয়েন করেছেন, দেবাশিস জানা নাকি জয়েন করেছেন? না ওরা জয়েন করেননি। ওটা ভুল, মিথ্যে।”

শুধু তাই নয়, উত্তর দিনাজপুরের তৃণমূল নেতা প্রফুল্ল বর্মণের নামও বিজেপির প্রকাশিত তালিকায় ছিল। যদিও সভার পরই জেলা তৃণমূলের পার্টি অফিসে এসে তাঁর স্পষ্ট ঘোষণা, “আমি বিজেপিতে যাচ্ছি না, আমি তৃণমূল কংগ্রেসেই আছি।”

উল্লেখ্য, প্রফুল্ল বর্মন হেমতাবাদ বিধানসভার তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর তথা উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মনের স্বামী। এ প্রসঙ্গে তৃণমুল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, “কেন প্রফুল্ল বর্মনের নাম ঘোষণা করা হল এই বিষয়ে আমরা দলীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে আদালতের দারস্থ হব।” তবে কালিয়াগঞ্জের প্রাক্তন পৌরপিতা তথা কালিয়াগঞ্জ পুরসভার প্রশাসক কার্তিক চন্দ্র পালকে দল থেকে বহিষ্কার করা হল বলে জানিয়েছেন জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল।

আরও পড়ুন- আর্থিক দুর্নীতি! ফারুক আবদুল্লার ১২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

spot_img

Related articles

মূর্তি ঘিরে গুজব ছড়ানোর চেষ্টা জয়নগরে! কড়া পদক্ষেপের হুঁশিয়ারি প্রশাসনের

রবিবারের সকালে জয়নগরের একটি মন্দিরে কালী মূর্তির সামান্য ক্ষতি হওয়াকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়ায় এলাকায়। তবে প্রশাসনের...

ডিজিটাল যুগেও লড়াইয়ে নতুন প্রজন্ম! সীমান্তের মাঠে ফুটবলের স্বপ্ন

ডিজিটাল যুগের টানাপোড়েনে যখন মোবাইল ও কম্পিউটারের দাপটে মাঠছাড়া হচ্ছে নতুন প্রজন্ম, তখন সীমান্তঘেঁষা সুন্দরবনের এক প্রান্তে ফুটবলকে...

জয়ের ধারা অব্যাহত সুন্দরবনের, হারল ব্যারেটোর দল

  জমজমাট শ্রাচি গ্রুপ আয়োজিত বেঙ্গল সুপার লিগ (Bengal super league)।সোমবার ছিল দুটি ম্যাচ। হাওড়া-হুগলি ওয়ারিয়র্সকে হারাল সুন্দরবন বেঙ্গল...

শীঘ্রই রাজ্যজুড়ে বৃহৎ পরিসরে BLA-দের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক: জানালেন তৃণমূল সভানেত্রী

কয়েকদিনের মধ্যেই আরও বৃহৎ পরিসরে BLA-দের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...