Sunday, August 24, 2025

জয় নিশ্চিত! আশঙ্কিত না হয়ে উন্নয়নের বার্তা নিয়ে ভোটে ঝাঁপানোর নির্দেশ মমতার

Date:

শনিবার অমিত শাহের (Amit shah) জনসভায় তৃণমূলের দলছুটদের বিজেপিতে যোগদানের হিড়িক লাগতে পারে। এমতাবস্থায় বিধানসভা ভোটের (Assembly Election) আগে দলকে ইতিবাচক থাকার বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

দলের একটা অংশের মধ্যে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়ে অনেকেই বিচলিত। এই বিষয়টি নিয়েই শুক্রবার সন্ধ্যায় কালীঘাটের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটির মিটিং ডেকেছিলেন। সেখানে শীর্ষস্থানীয় সব নেতাই হাজির ছিলেন বলে জানা গিয়েছে তৃণমূল সূত্রে।

সূত্রের খবর, কোর কমিটির এই বৈঠকে দলনেত্রীর সকলকে স্পষ্ট বার্তা দেন, “কে রইল, কে গেল তাতে কিছু যায় আসে না। দল অনেক বড়। যাঁরা যাচ্ছে তাঁরা দলের বোঝা হয়ে দাঁড়িয়েছিল। ভাল হচ্ছে ওঁরা নিজেরাই ছেড়ে দিচ্ছে। তাই ওসব ভুলে সবাই মিলে নির্বাচনে ঝাঁপাতে হবে। অমাদের জয় নিশ্চিত।”

তৃণমূলে ভাঙন ধরাতে কোমর বেঁধে নেমেছে গেরুয়া শিবির (BJP)। নির্বাচনের আগে তৃণমূলের একাধিক বড় নেতাকে দলে টেনে শাসক দলের আত্মবিশ্বাস ভেঙে দেওয়ার কৌশল তাদের। এই পরিস্থিতিতে কোর কমিটির বৈঠকে নেতৃত্বকে সদর্থক থাকা ও আশঙ্কিত না হওয়ার পরামর্শ দিলেন তৃণমূল নেত্রী।

আগামীতে দলকে একজোট হয়ে লড়াইয়ের বার্তাও দেন মমতা। সূত্রের খবর, তিনি বলেছেন, “সবাই মিলে নির্বাচনে ঝাঁপাতে হবে। ১০ বছরে পশ্চিমবঙ্গে যে উন্নয়ন হয়েছে, তা অন্য রাজ্যে হয়নি। দুয়ারে সরকার প্রকল্পে ব্যাপক সাড়া মিলেছে। মানুষ আমাদের সঙ্গেই আছে। ভয় পাওয়ার কারণ নেই।”

আরও পড়ুন- নিজেদের যোগ্যতা নেই, “ব্যাভিচারী”দের টেনে দল চালাচ্ছে BJP: কটাক্ষ কাকলির

Related articles

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...

নাসার ‘নর্থস্টার’ হুগলির বঙ্গসন্তান গৌতম, উচ্ছ্বসিত কোন্নগরবাসী

দেশ হোক বা বিদেশ, সেরার সেরা মানেই সেখানে বাঙালির নাম জ্বলজ্বল করছে। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ- সময়কাল যাই...
Exit mobile version