২০১৪ থেকেই শাহের সঙ্গে যোগাযোগ ভরা জনসভায় স্বীকারোক্তি শুভেন্দুর

নিজের মুখেই এতদিন পর স্বীকার করলেন শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari)। তলে তলে ৬ বছর আগে থেকেই যে বিজেপির (BJP) সঙ্গে যোগাযোগ রাখছিলেন, তা জানিয়ে দিলেন।

আরও পড়ুন : অভিষকই ফ্যাক্টর, বারবার বুঝিয়ে দিলেন অমিত শাহ থেকে শুভেন্দু

কী বলেছেন শুভেন্দু? বলেছেন, অমিত শাহের (Amit Shah) সঙ্গে আমার অনেক দিনের। ২০১৪ সাল। তখন নতুন পার্টি অফিস তৈরি হয়নি। তিনি দলের মহাসচিব। পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্বে। উত্তরপ্রদেশে দলকে বিপুল ভোটে জিতিয়েছেন। ঝড় বইয়ে দিয়েছেন। একদিন অশোক রোডের অফিসে ডাকলেন। ছোট ঘরে বসতেন। সেখানে দেখা হলো। আর দেখা করার সুযোগ করে দিয়েছিলেন বর্তমানে উত্তরপ্রদেশের মন্ত্রী সিদ্ধার্থনাথ সিং (Uttarpradesh Minister Siddharthnath Singh)।

শুভেন্দুকে নিয়ে নানা সময়ে নানা সম্ভাবনা এবং রটনা শোনা গিয়েছে। বিশেষত বিজেপি-ঘনিষ্ঠতার কথা। সেই রটনা যে ঘটনা ছিল, তা নিজেই প্রমাণ করে দিয়ে গেলেন শুভেন্দু।

Previous articleগঙ্গাসাগর মেলায় করোনা পজিটিভ হলেই সেফ হোমে পাঠাবে কলকাতা পুরসভা
Next articleজয়ে ফিরতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড