Saturday, August 23, 2025

 মুম্বইয়ের ফ্ল্যাট থেকে থেকে উদ্ধার বাংলাদেশী তরুণীর মরদেহ 

Date:

মুম্বইয়ের একটি ফ্ল্যাট থেকে বাংলাদেশি এক তরুণীর পচাগলা মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। ওই তরুণীর নাম লিপি সাগর শেখ ওরফে রিনা শেখ। মুম্বই পুলিশ বলছে, কমপক্ষে তিন সপ্তাহ আগে ওই তরুণীর মৃত্যু হয়েছে। তিনি বাংলাদেশি প্রেমিকের সঙ্গে সেখানে বাস করছিলেন। রিনাকে হত্যার পর মরদেহ ভেতরে রেখে বাইরে থেকে তালা আটকে দেয় ওই প্রেমিক। পুলিশ বাংলাদেশি ওই প্রেমিককে গ্রেফতার করেছে।

জানা গেছে, ঘটনাটি ঘটেছে নাভি মুম্বইয়ে। সেখানকার কালামবোলি এলাকায় রিনা অন্য দুই বাংলাদেশি মহিলার সঙ্গে একই ফ্ল্যাটে থাকতেন। কিন্তু করোনা ভাইরাস সঙ্কটে তারা কর্মহীন হয়ে পড়েন। এ অবস্থায় অন্য দুই মহিলা বাংলাদেশে চলে আসেন। তারা দেশে ফিরে আসার পর রিনা ও তার প্রেমিক একসঙ্গে ওই ফ্যাটে থাকতে শুরু করেন।

সম্প্রতি বাংলাদেশি ওই দুই মহিলা আবার মুম্বই ফিরে যান নতুন কাজ পাওয়ার আশায়। তারা ফ্ল্যাটে ফিরেই দেখতে পান দরজার বাইরে থেকে তালা দেওয়া। রিনাকে ফোন করেন। কিন্তু তার ফোন তখন বন্ধ ছিল। এ অবস্থায় তারা যোগাযোগ করেন বাড়ির মালিকের সঙ্গে। তার কাছে চাবি চান।  কিন্তু রিনা শেখের ফ্ল্যাটের চাবি বাড়িওয়ালার কাছে ছিল না। এ অবস্থায় তারা বাড়িটির ব্রোকারের সঙ্গে যোগাযোগ করেন। তাদের কাছে দরজা খোলার বিকল্প চাবি ছিল। ইতোমধ্যে যোগাযোগ করা হয় পুলিশে। পুলিশ গিয়ে দরজা খুলে দেখতে পায় রিনা শেখের অর্ধগলিত দেহ। পুলিশ অবশ্য ওই প্রেমিককে গ্রেফতার করেছে। এরপর জিজ্ঞাসাবাদে তিনি রিনার সঙ্গে প্রেমের বিষয়টি স্বীকার করেছেন।

পুলিশ জানায়, জিজ্ঞাবাসাবাদে তিনি জানান- রিনা প্রেমের নামে তার সঙ্গে প্রতারণা করছিল। তার অন্য একটি সম্পর্ক ছিল। তাই রাগে ক্ষোভে তাকে গলা টিপে ধরে হত্যা করে দরজায় তালা দিয়ে পালিয়ে যান তিনি। এদিকে, অন্য দুই নারী অবৈধভাবে ভারতে বাস করার কারণে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে স্থানীয় পুলিশ।

আরও পড়ুন- ফের বাড়ল ছুটি, আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান

Related articles

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...
Exit mobile version