জিতেন্দ্র তিওয়ারির পর বিশ্বজিৎ কুণ্ডুও জানালেন, তৃণমূল ছাড়ার প্রশ্নই নেই

জল্পনা ছিলো তুঙ্গে৷ শনিবারের শাহি- দরবারে পদ্ম-পতাকা হাতে তুলে নেবেন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু৷ শুক্রবার রাতে দলের প্রবীণ সাংসদ সৌগত রায়কে কালনার এই বিধায়ক নিজেই জানিয়েছেন, তিনি তৃণমূলেই থাকছেন৷ দলবদলের প্রশ্নই নেই৷ বীরভূম তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল নিজেই ফোন করে বিশ্বজিৎকে দল না ছাড়তে বলেছিলেন বৃহস্পতিবার ৷ মন্ত্রী মলয় ঘটকও কথা বলেছিলেন ‘বিদ্রোহী’ এই বিধায়কের সঙ্গে৷ শেষপর্যন্ত বিদ্রোহের সমাপ্তি৷ রাতে নিজেই জানিয়েছেন, “ভুল বোঝাবুঝি আর নেই, দল ছাড়ার প্রশ্নও নেই৷”
প্রসঙ্গত, শুক্রবার রাতেই পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারিও জানিয়েছেন, তৃণমূলেই ছিলেন, আছেন এবং থাকবেন তিনি৷ ইস্তফাপত্রও প্রত্যাহার করেছেন জিতেন্দ্র তিওয়ারি৷

আরও পড়ুন- অমিত শাহের সভায় যোগ দিচ্ছেন মন্তেশ্বরের তৃণমূল বিধায়ক সৈকত পাঁজা: সূত্র

Previous article মুম্বইয়ের ফ্ল্যাট থেকে থেকে উদ্ধার বাংলাদেশী তরুণীর মরদেহ 
Next articleনিজেদের যোগ্যতা নেই, “ব্যাভিচারী”দের টেনে দল চালাচ্ছে BJP: কটাক্ষ কাকলির