Friday, August 22, 2025

ঐতিহ্য রেখে আধুনিকতার স্বীকৃতি: পুরস্কৃত দেব সাহিত্য কুটীরের কর্ণধার রূপা

Date:

ঐতিহ্যবাহী এক প্রাচীন প্রকাশনা সংস্থাকে আধুনিকীকরণ করে যুগোপযোগী করা- সেই কাজের স্বীকৃতি পেলেন দেব সাহিত্য কুটীরের (Dev Sahithya Kutir) কর্ণধার তথা নবকল্লোল-শুকতারার সম্পাদক রূপা মজুমদার (Rupa Majumder)। রবিবার পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রে (EZCC) ‘লিটারেলি সামিট 2020’-তে (Literary summit 2020) তাঁকে এই পুরস্কার দেওয়া হয়। এই সামিটের আয়োজন করে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্র এবং একটি নিউজ পোর্টাল। রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar) এই পুরস্কার তুলে দেন রূপার হাতে।

‘এখন বিশ্ব বাংলা সংবাদ’কে রূপা মজুমদার জানান, কাজের স্বীকৃতিস্বরূপ পাওয়া সম্মান সবসময় আনন্দের। দেব সাহিত্য কুটীর সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের বদলেছে। ঐতিহ্য বজায় রেখে তার আধুনিকীকরণ হয়েছে। যার ফলে এখনও পাঠকের কাছে সমাদৃত তারা।

তবে, নয়া ডিজিটাল যুগে আগ্রহ দেখায়। এই সত্যিটা স্বীকার করে নিয়েছেন রূপা মজুমদার। সেই কারণেই বই বা ম্যাগাজিনের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও সমানভাবে উপস্থিত দেব সাহিত্য কুটীর। তাদের বিভিন্ন ই-বুক রয়েছে। যেহেতু অনেক বইয়ের সত্ব তাদের, সেই কারণে অডিও বুকও রয়েছে এই প্রকাশনা সংস্থার। একইসঙ্গে তাদের থেকে প্রকাশিত বিভিন্ন বই থেকে চলচ্চিত্র বা ওয়েব সিরিজ হচ্ছে। তবে রূপা মজুমদারের মতে বইয়ের টান কোনদিনই শেষ হয়ে যাবে না। উদাহরণস্বরূপ তিনি বলেন, যেমন টেলিভিশন এলেও হারিয়ে যায়নি রেডিও। অন্যরকম মাধ্যমে শুনছি কিন্তু এখনও ভীষণভাবে রয়েছে বেতার জগৎ। ঠিক সেভাবেই ডিজিটাল মাধ্যম যতই থাকুক না কেন, বই থাকবে চিরকাল। আর রূপার এই আধুনিক মনস্কতাই দেব সাহিত্য কুটীরকে আর পাঁচটা প্রকাশনা সংস্থার থেকে অনেকটাই এগিয়ে নিয়ে গিয়েছে।

এই অনুষ্ঠানে সারাজীবনের কাজের স্বীকৃতি হিসেবে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন সঞ্জীব চট্টোপাধ্যায়,(Sanjeeb Chattopadhyay) ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়,(Sasthipada Chattopadhyay) মনোজ মিত্র,(Manoj Mitra) বিভাস চক্রবর্তী।(Bivas Chakroborty) সাহিত্যিক হিসেবে পুরস্কৃত হন হিমাদ্রিকিশোর দাশগুপ্ত,(Himadrikishore Dasgupta) বিনোদ ঘোষাল।(Binod Ghosal) অভিনয় জগতে অবদানের জন্য পুরস্কৃত হন অরিন্দম গঙ্গোপাধ্যায়।(Arindam Gangopadhyay) এন্টারটেইনার হিসেবে কাঞ্চন মল্লিক(Kanchan Mallick) পুরস্কার পান।

আরও পড়ুন- পার্কস্ট্রিট কার্নিভালের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

 

আরও পড়ুন- দেব সাহিত্য কুটীরের হাত ধরে আত্মপ্রকাশ করলো দেবযানীর “পরনিন্দা পরচর্চা”

Related articles

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকের মেধাতালিকা প্রকাশ, শুরু হচ্ছে ভর্তি: জানালেন শিক্ষামন্ত্রী

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকস্তরে প্রকাশিত হল অনলাইনে পোর্টালে ভর্তির ফলাফল। শুক্রবার ফল (Result) প্রকাশের সঙ্গে সঙ্গেই ভর্তি প্রক্রিয়া...

কিছু হাই কোর্টের বিচারপতির কর্তব্যবোধ কম পড়ছে: মত সুপ্রিম কোর্টের বিচারপতির

একাধিক হাই কোর্টের বিচারপতিদের স্বরূপ বাংলায় অনেক আগেই খুলে গিয়েছে, যখন হাই কোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে...

মোদিজি আসুন বাংলার উন্নয়ন দেখে যান: কটাক্ষ চন্দ্রিমার

“ছাব্বিশের নির্বাচনের আগে আবার আসতে শুরু করেছেন। এবার থেমে থাকুন দাদা।“ নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া...

স্বপ্নভঙ্গ নয়, মুক্তির লড়াই: জাতীয় স্তরের রেফারি হলেন গোপীবল্লভপুরের মনি খিলাড়ি

এ গল্প কোনো স্বপ্নভঙ্গের নয়, বরং শৃঙ্খল ভাঙার গল্প। কনকনে শীতের রাতে বাড়ি থেকে পালিয়ে নিজের বিয়ে ভেঙে...
Exit mobile version