রাঙামাটির পথে পাল্টা মিছিল মমতার

অমিত শাহের (Amit Shah)পাল্টা এবার রাঙামাটির পথে মিছিল করবেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Benarjee))। ২৮ তারিখ বীরভূমে (Birbhum) যাবেন তিনি। ২৯ ডিসেম্বর বোলপুরে বঙ্গধ্বনি যাত্রা। বীরভূমের তৃণমূল (TMC)জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal)দাবি প্রায় দুলক্ষ মানুষ নিয়ে মিছিলের নেতৃত্ব দেবেন মমতা।

রবিবার, বোলপুরের রোড শো থেকে বাংলা দখলের ডাক দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই রোড শোয়ে তিনি দাবি করেন, ২০০-র বেশি আসন পেয়ে বাংলা ক্ষমতা দখল করবে বিজেপি। অমিত শাহর সেই রোড শো নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। অন্য জেলা বা রাজ্য থেকে লোক এনে রোড শোয়ে ভিড় বাড়ানো হয়েছে বলে কটাক্ষ করেন অনুব্রত মণ্ডল। রাজ্য ও জেলা থেকেও লোক আনা হয়েছে একথা মানতে নারাজ বিজেপি।

আরও পড়ুন:নবান্নে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, কী বললেন তিনি

এবার বোলপুরে রোড শো করবেন মুখ্যমন্ত্রী। ভিড়ের নিরিখে এখন কে কাকে টেক্কা দিতে পারে সেটাই দেখার।

Previous articleফের ধনকড়ের নিশানায় রাজ্য
Next articleকরোনার নতুন স্ট্রেন, স্থগিত ভারত-যুক্তরাজ্য বিমান পরিষেবা