শুভেন্দুর ইস্তফাপত্র গ্রহণ করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তার পদত্যাগপত্র গ্রহণ করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, শুভেন্দুর জবাবে আমি সন্তুষ্ট। আজ থেকে কার্যকর শুভেন্দুর ইস্তফা। আমার অনুপস্থিতিতে তিনি ইস্তফা দিয়েছিলেন। নিয়ম না মানায় এই কদিন তার ইস্তফাপত্র গৃহীত হয়নি।
প্রসঙ্গত, বিধায়কপদে শুভেন্দুর ইস্তফা নিয়ে ‘পদ্ধতিগত জটিলতা’ তৈরি হয়েছিল। সেই কারণে সোমবার বিধানসভায় এসে স্পিকারের সঙ্গে দেখা করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তার পর তিনি যান রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করতে।
স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় গত শুক্রবার জানিয়েছিলেন, শুভেন্দুর হাতে-লেখা ইস্তফাপত্রে তারিখ নেই। তা ছাড়া, তিনি সশরীরে এসেও ওই ইস্তফা জমা দেননি। যা রীতিবিরুদ্ধ। ফলে ওই ইস্তফা তিনি গ্রহণ করছেন না। তাঁর বিধানসভায় খাতায়কলমে শুভেন্দু এখনও তৃণমূলেরই বিধায়ক। তিনি শুভেন্দুকে সোমবার বিধানসভায় এসে আবার ইস্তফা জমা দিতে বলেছিলেন।