Wednesday, November 5, 2025

টিভি ক্যামেরার সামনে করোনা ভ্যাকসিন নিয়ে বাইডেন সচেতনতার বার্তা দিলেন

Date:

বিশ্ব মহামারি পরিস্থিতিতে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজটি নিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার ক্রিশ্চিয়ানা হাসপাতালে ফাইজার-বায়োএনটেকের কোভিড ভ্যাকসিন গ্রহণ করেন তিনি। আমেরিকাবাসীকে আশ্বস্ত করে সচেতনতার বার্তা দিতে বাইডেনের করোনা টিকা গ্রহণ পর্ব সরাসরি টিভিতে সম্প্রচারিত হয়। দেশবাসী যাতে স্বাস্থ্যবিধি মেনে চলেন এবং নির্ভয়ে টিকা নেন সেজন্য প্রচার করেন বাইডেন। প্রসঙ্গত, ৭৮ বছরের বাইডেন এমনিতেই উচ্চ করোনা ঝুঁকির বিভাগে রয়েছেন। ফাইজারের ভ্যাকসিনের প্রথম ডোজটি নিয়ে তিনি আমেরিকার মানুষকে টিকা নিতে উৎসাহ দিলেন।

অন্য বহু দেশের মত আমেরিকাতেও ভ্যাকসিন প্রথমে দেওয়া হবে স্বাস্থ্যকর্মীদের। বাইডেন বলেন, টিকাকরণের কর্মসূচি বাস্তবায়িত করার কৃতিত্ব প্রশাসনের প্রাপ্য। একইসঙ্গে তিনি সাধারণ মানুষকে মাস্ক পড়ার আবেদন জানান। বলেন, যদি বাইরে কোথাও যাওয়া একান্ত জরুরি না হয়, তবে কোথাও যাবেন না। নিজের টিকা নেওয়ার ভিডিও টুইটারে শেয়ার করে বাইডেন লেখেন, “আজ আমি করোনা টিকা নিলাম। যাঁরা এই টিকা আবিষ্কার করেছেন, সেই সব বিজ্ঞানী ও গবেষকের কাছে আমি কৃতজ্ঞ। আমার প্রিয় আমেরিকাবাসী, আর কোনও চিন্তা নেই। ভ্যাকসিন বাজারে এলেই আপনারা নিতে পারবেন।” মার্কিন যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ করতে দুটি অনুমোদিত ভ্যাকসিন রয়েছে। এরমধ্যে একটি ফাইজারের, অপরটি মোডার্নার।

উল্লেখ্য, করোনা ভ্যাকসিন নিয়ে সচেতনতা প্রচারের জন্য বিল ক্লিন্টন, জর্জ বুশ ও বারাক ওবামার মত প্রাক্তন প্রেসিডেন্টরা জানিয়েছেন, তাঁরা টিভি ক্যামেরার সামনে ভ্যাকসিন নিয়ে দেশবাসীকে উদ্বুদ্ধ করবেন। অন্যদিকে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও এই টিকা নেননি এবং আদৌ তা নেবেন কিনা, সেবিষয়েও নিরুত্তর।

আরও পড়ুন : মোদিকে ‘legion of merit’ সম্মানে ভূষিত করলেন আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প

Related articles

SIR বিরোধিতায় ঠাকুরনগরে অনশন মতুয়া সম্প্রদায়ের একাংশের

এসআইআরের (SIR) কারণে এক কোটির বেশি মতুয়া সম্প্রদায় মুক্ত মানুষ ভোটার তালিকা থেকে বাদ পড়বেন। বিজেপি ইচ্ছাকৃতভাবে চক্রান্ত...

হরমনপ্রীতের নয়া কীর্তি: ‘বাহুবলী কন্যার’ বাহুতে বিশ্বকাপ

দীর্ঘ অপেক্ষার অবসন ঘটিয়ে হরমনপ্রীত কৌরের(Harmanpreet Kaur )হাতে উঠেছে বিশ্বকাপ ট্রফি(ICC World Cup)। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সোনালী ফ্রেমে...

SIR ‘ষড়যন্ত্র’ আটকাতে জনসাধারণের পাশে তৃণমূলের লিগাল সেল: ১১ তারিখ কলকাতা থেকে শুরু, বিশেষ নজর উত্তরবঙ্গ-পূর্ব মেদিনীপুর

এসআইআর (SIR) আতঙ্কে রাজ্যে একের পরে এক আত্মহত্যার ঘটনা ঘটছে। ফলে জনমানসে উদ্বেগ দেখা দিচ্ছে। এই পরিস্থিতি আইনি...

টাইফুন কালমেগির তাণ্ডব ফিলিপিন্সে: বিপর্যস্ত সেবু, বাড়ছে মৃত্যুর সংখ্যা

টাইফুন কালমেগির(Typhoon Kalmaegi )দাপটে ফিলিপিন্সে ( Philippine )ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর পর নিহতের সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী,...
Exit mobile version