Saturday, August 23, 2025

চিনকে চাপে ফেলে আরও কাছে ভারত-ভিয়েতনাম, স্বাক্ষরিত হল ৭ ঐতিহাসিক চুক্তি

Date:

দীর্ঘদিন ধরেই ভারত-চিন(India-China) সম্পর্কের টানাপোড়েন নজর কেড়েছে গোটা বিশ্বের। চিনের আগ্রাসন নীতির জেরে জেরবার একাধিক প্রতিবেশী দেশ। তালিকায় বাদ নেই ভিয়েতনামও(Vietnam)। ফলস্বরূপ ‘শত্রুর শত্রু পরম মিত্র’ এই অঙ্কে আরও কাছাকাছি এলো ভারত-ভিয়েতনাম। সোমবার দুই দেশের রাষ্ট্রপ্রধানের ভার্চুয়াল বৈঠকের স্বাক্ষরিত হলো সাতটি ঐতিহাসিক চুক্তি।

জানা গেছে, সোমবার ভিয়েতনামের প্রধানমন্ত্রী নিউজেন হুয়ান ফকুর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। ওই বৈঠকেই দু’দেশের মধ্যে ৭ দফা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি ‘ইস্ট ওয়েস্ট'(east west) নীতি রূপায়নে আরও এক পা অগ্ৰসর হল বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। জানা গিয়েছে, পরমাণু শক্তি, প্রতিরক্ষা, পেট্রোকেমিক্যাল, ক্যান্সার চিকিৎসা সন্ত্রাস দমন সহ একাধিক বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ভিয়েতনামকে অন্যতম সেরা বন্ধু হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি দক্ষিণ এশিয়ার উন্নয়নে ভারতের ভূমিকার কথা স্বীকার করে নেন ভিয়েতনামের প্রধানমন্ত্রী। দীর্ঘক্ষন এই বৈঠকে কথা হয় দুই দেশের রাষ্ট্রপ্রধানের।

আরও পড়ুন:“চোরেরাই এখন দলের সম্পদ”, গাইঘাটায় প্রকাশ্যে বিজেপির আদি-নব্য দ্বন্দ্ব!

উল্লেখ্য, লাদাখ ইস্যুতে ভারত চিন দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। দুই দেশের সংঘাত যখন প্রবল আকার নিয়েছে ঠিক সেই সময় ভিয়েতনামের সঙ্গে ভারতের এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। ভারতের মতো ভিয়েতনামের সঙ্গে ও চিনের সীমান্ত দ্বন্দ্ব রয়েছে। এমন পরিস্থিতিতে দুই দেশের কাছাকাছি আসার ঘটনা নিশ্চিত ভাবেই চিনকে আরও চাপে ফেলবে।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version