Tuesday, November 4, 2025

চিনকে চাপে ফেলে আরও কাছে ভারত-ভিয়েতনাম, স্বাক্ষরিত হল ৭ ঐতিহাসিক চুক্তি

Date:

দীর্ঘদিন ধরেই ভারত-চিন(India-China) সম্পর্কের টানাপোড়েন নজর কেড়েছে গোটা বিশ্বের। চিনের আগ্রাসন নীতির জেরে জেরবার একাধিক প্রতিবেশী দেশ। তালিকায় বাদ নেই ভিয়েতনামও(Vietnam)। ফলস্বরূপ ‘শত্রুর শত্রু পরম মিত্র’ এই অঙ্কে আরও কাছাকাছি এলো ভারত-ভিয়েতনাম। সোমবার দুই দেশের রাষ্ট্রপ্রধানের ভার্চুয়াল বৈঠকের স্বাক্ষরিত হলো সাতটি ঐতিহাসিক চুক্তি।

জানা গেছে, সোমবার ভিয়েতনামের প্রধানমন্ত্রী নিউজেন হুয়ান ফকুর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। ওই বৈঠকেই দু’দেশের মধ্যে ৭ দফা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি ‘ইস্ট ওয়েস্ট'(east west) নীতি রূপায়নে আরও এক পা অগ্ৰসর হল বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। জানা গিয়েছে, পরমাণু শক্তি, প্রতিরক্ষা, পেট্রোকেমিক্যাল, ক্যান্সার চিকিৎসা সন্ত্রাস দমন সহ একাধিক বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ভিয়েতনামকে অন্যতম সেরা বন্ধু হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি দক্ষিণ এশিয়ার উন্নয়নে ভারতের ভূমিকার কথা স্বীকার করে নেন ভিয়েতনামের প্রধানমন্ত্রী। দীর্ঘক্ষন এই বৈঠকে কথা হয় দুই দেশের রাষ্ট্রপ্রধানের।

আরও পড়ুন:“চোরেরাই এখন দলের সম্পদ”, গাইঘাটায় প্রকাশ্যে বিজেপির আদি-নব্য দ্বন্দ্ব!

উল্লেখ্য, লাদাখ ইস্যুতে ভারত চিন দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। দুই দেশের সংঘাত যখন প্রবল আকার নিয়েছে ঠিক সেই সময় ভিয়েতনামের সঙ্গে ভারতের এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। ভারতের মতো ভিয়েতনামের সঙ্গে ও চিনের সীমান্ত দ্বন্দ্ব রয়েছে। এমন পরিস্থিতিতে দুই দেশের কাছাকাছি আসার ঘটনা নিশ্চিত ভাবেই চিনকে আরও চাপে ফেলবে।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version