Wednesday, August 20, 2025

বিজেপিতে আদি-নব্য লড়াই প্রকাশ্যে, সায়ন্তনকে শোকজ করে প্রকাশ্যে চিঠি

Date:

জিতেন্দ্র তেওয়ারির (Jitendra Tewari) বিজেপিতে (BJP) যোগ দেওয়া নিয়ে প্রতিবাদ করে শোকজ নোটিশ (Show Cause Notice) পেলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু (Sayantan Basu)। একইসঙ্গে চিঠি ধরানো হয়েছে দলের আরও দুই নেতাকে। এই চিঠি পেয়ে উত্তরও পাঠিয়ে দেওয়া হয়েছে। বিজেপি সূত্রের খবর, প্রকাশ্যে চিঠি চলে আসার পিছনে আসলে আদি ও নব্য বিজেপির (old vs new bjp clash) লড়াই। যা ক্রমশ জোরাল হচ্ছে।

কেন এই চিঠি? বিজেপি সূত্রে খবর, জিতেন্দ্র তেওয়ারির বিজেপিতে যোগ দেওয়া নিয়ে প্রকাশ্যে মন্তব্য করার কারণেই এই চিঠি। জিতেন্দ্র তেওয়ারির বিজেপি যোগ আটকাতে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা দিল্লি থেকে পাঠান বাবুল (Babul Supriya)। আর বাবুলের ভিডিও বার্তার পরিপ্রেক্ষিতে তাঁকে নৈতিকভাবে সমর্থন করেন সায়ন্তন। একইভাবে সমর্থন জলপাইগুড়ি জেলার নাগিরাকাটা মণ্ডলের প্রেসিডেন্ট সন্তোষ হাটি (Santosh Hati) ও আলিপুরদুয়ার জেলার সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা (Gangaprasad Sharma)। এই তিনজনকেই শোকজ করেন দলের সহ সভপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় (pratap Banerjee)।

সায়ন্তন শোকজের চিঠি পেয়ে বলেন, হ্যাঁ, পেয়েছি। দল চায় না দলবদলের বিষয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলুক। দলের আমরা একনিষ্ঠ কর্মী। তাই ভুল স্বীকার করে চিঠি দিয়েছি।

কিন্তু জিতেন্দ্রর বিরুদ্ধে মুখ খুলে বাবুল সুপ্রিয়ও কী শোকজের মুখোমুখি হয়েছেন। বিজেপি সূত্রে খবর, তাঁকেও সম্ভবত দিল্লি থেকে সূত্র শোকজের চিঠি দেওয়া হয়েছে। কিন্তু দলের অভ্যন্তরের শৃঙখলাভঙ্গের চিঠি এভাবে প্রকাশ্যে জানিয়ে দেওয়া বিজেপিতে শুধু নতুন নয়। কিন্তু সায়ন্তনের মতো রাজ্য বিজেপির শীর্ষ নেতাকে যেভাবে প্রকাশ্যে শোকজ করা হল তা বিজেপির আদি-নব্যর লড়াই প্রকাশ্যে।

 

Related articles

সেমিফাইনালের প্রথমার্ধে ইস্টবেঙ্গলকে রুখে দিল DHFC

যুবভারতীতে ডুরান্ড সেমিফাইনালে (Durand Cup Semi final) খেলতে নেমে প্রথম ৪৭ মিনিটে লাল হলুদ মশালকে নিষ্প্রভ করে দিল...

রাজ্যপালের নাম ভাঙিয়ে প্রতারণা! সতর্ক করল রাজভবন 

রাজ্যপালের নাম ভাঙিয়ে সাইবার প্রতারণার ঘটনা বাড়তে থাকায় তীব্র সতর্কবার্তা জারি করল রাজভবন। অভিযোগ, প্রতারকরা নিজেদের রাজ্যপালের দফতরের...

রানাঘাট সাংগঠনিক জেলার বৈঠকে নিবিড় জনসংযোগে জোর অভিষেকের

রানাঘাট সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বুধবার সেখানে...

শোস স্টপার দেব, তবে রঘু ডাকাতের লুকসে চমক অনির্বাণের

পুজোয় মাত করবে রঘু ডাকাত। টিজার লঞ্চেই তার ইঙ্গিত পাওয়া গিয়েছে। দেবের (Dev) লুকস থেকে দেবের রঘু ডাকাত...
Exit mobile version