তৃণমূলের (Tmc) ভ্যাকসিন(Vaccine) আবিষ্কার হয়নি, কিন্তু তৃণমূলের ভ্যাকসিন ভারতীয় জনতা পার্টি। কুলপির (kulpi) জনসভায় বুধবার একথা বলেন দিলীপ ঘোষ(Dilip ghosh)।

দিলীপ ঘোষ এদিন বলেন, ‘আমাদের সভাপতির গাড়িতে হামলা হয়েছে । আমাদের অনেকেই আহত । ওই গাড়ি সারাতে যা খরচা হয়েছে তা উসুল করব। ছেড়ে দেব? বদল হবে, বদলাও হবে। তৃণমূল একশো দিনের টাকা, পঞ্চায়েতের টাকা লুঠ করেছে। সরকারে এলে সব মামলার তদন্ত হবে।

আরও পড়ুন:বিজেপির জন্যই শাসক দল বাম-কংগ্রেসের দল ভাঙিয়েছিল: অধীর

তিনি আরো বলেন সরকারে এলে ছোট ছোট নেতারা দমদম জেলে , আর বড় নেতারা ভুবনেশ্বর জেলে যাবেন।

