বিজেপির জন্যই শাসক দল বাম-কংগ্রেসের দল ভাঙিয়েছিল: অধীর

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে ক্রমেই উত্তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতি। অভিযোগ পালটা অভিযোগে সরগরম বাংলার রাজনীতি। চলছে ‘দল বদলের’ টানটান খেলা। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানের জন্য মুখ্যমন্ত্রীকেই (chiefminister) দায়ী করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)।
বুধবার রামলীলা ময়দানে দলের মাইনরিটি সেলের এক সভায় তিনি বলেন, “বিজেপির জমি শক্ত করে দিতেই মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস আর বামেদের দল ভাঙিয়েছিলেন।”

ছবি-নিজস্ব

Previous articleগরু পাচারে বাধা দেওয়ায় কৃষককে পিটিয়ে মারলো দুষ্কৃতীরা
Next articleতৃণমূলের ভ্যাকসিন বিজেপি, কুলপির সভায় বললেন দিলীপ ঘোষ