Thursday, August 28, 2025

কৃষকবিরোধী সরকারের অতিথি হয়ে আসবেন না, ব্রিটিশ প্রধানমন্ত্রীকে বার্তা প্রতিবাদীদের

Date:

মোদি সরকার কৃষকবিরোধী কালা আইন লাগু করেছে। এর প্রতিবাদে ভারতের কৃষকরা গত ২৭ দিন ধরে লাগাতার বিক্ষোভ করলেও তাতে কর্ণপাত করছে না সরকার। এভাবেই কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে (British prime minister Boris Johnson) বার্তা পাঠালেন দিল্লি সীমান্তে আন্দোলনকারী কৃষকরা (farmers)। বরিসকে তাঁদের আর্জি, কৃষক আন্দোলনকে সমর্থন করে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে (republic day) ভারত সরকারের অতিথি হওয়া থেকে বিরত থাকুন। আন্তর্জাতিক মহলে কৃষি আইনের বিরোধিতায় চাপ তৈরি করতেই আন্দোলনকারীরা এই পদক্ষেপ নিয়েছেন বলে মনে করা হচ্ছে।

বুধবার ২৭ দিনে পার করল দিল্লি সীমান্তের নজিরবিহীন কৃষক বিক্ষোভ (farm protest)। কেন্দ্রের আনা তিনটি কৃষি আইনের (farm law) বিরোধিতায় এই বিক্ষোভে সামিল হয়েছেন কয়েক হাজার কৃষক। ট্রাক্টরে প্রায় ছমাসের খাবার মজুত করে বিক্ষোভে যোগ দিয়েছেন তাঁরা। ছোট-বড় মিলিয়ে প্রায় চল্লিশটি কৃষক সংগঠনের মঞ্চ থেকে এই আন্দোলনে যোগ দেওয়া হয়েছে। কৃষকদের দাবি, কর্পোরেট সংস্থাগুলির স্বার্থে আনা আইন সংসদের অধিবেশন ডেকে পুরোপুরি বাতিল (repeal) করতে হবে। শুধু সংশোধনী (amendment) আনলে চলবে না। আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত অনশন, বিক্ষোভ, অবরোধ চলতেই থাকবে।

আরও পড়ুন- বাংলাকে গুজরাট বানাতে দেব না: হালকা মেজাজেও কড়া বার্তা মমতার

প্রসঙ্গত, তিনটি কৃষি আইন নিয়ে কয়েল দফায় কৃষক ও কেন্দ্রের মধ্যে আলোচনা হলেও সমাধানসূত্র অধরা থেকে গিয়েছে। এই পরিস্থিতিতে কৃষকরা আন্দোলন আরও তীব্র করার সিদ্ধান্ত নিয়েছেন এবং নানা আঙ্গিকে প্রতিবাদের পরিকল্পনা নেওয়া হয়েছে। কৃষক আন্দোলনের আঁচ যাতে আন্তর্জাতিক মহলে ছড়িয়ে পড়ে এবং সরকারের উপর চাপ বাড়ে সেই লক্ষ্যে পৌঁছয়, সেই কারণে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনকে ভারতে আসা থেকে বিরত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাঞ্জাবি ব্রিটিশ সাংসদদের মাধ্যমে বরিসকে বার্তা পাঠাতে চান আন্দোলনকারী কৃষকরা। প্রতিবাদী কৃষকদের এই পদক্ষেপ রীতিমত বেনজির।

আরও পড়ুন- সিবিআই চত্বরে কুণাল: আমি বাঘছাল পরা বেড়াল নই

Related articles

পদপিষ্ট হওয়ার প্রায় ৮৪ দিন পর নীরবরতা ভাঙল RCB

আরসিবির(RCB) বিজয়োল্লাসের সেই মর্মান্তিক ঘটনা ঘটার পর প্রায় ৮৪ দিন পর  নীরবতা ভাঙল রয়্যাল চ্যালেঞ্জারেস বেঙ্গালুরু। সেই ঘটনার...

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...
Exit mobile version