রাজ্যবাসীকে স্বস্তি দিয়ে একটানা অপরিবর্তিত পেট্রোল ও ডিজেলের দাম

ফের একটানা ১৬ দিন অপরিবর্তিত পেট্রোল ও ডিজেলের দাম। বুধবারও পেট্রোল ও ডিজেলের দামে কোনও বদল করা হয়নি সরকারি তেল সংস্থাগুলির তরফে। এদিন কলকাতায় পেট্রোল প্রতি লিটার দাম ৮৫.১৯ টাকা। ডিজেল, প্রতি লিটার দাম ৭৭.৪৪ টাকা। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL) -র ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী,

ডিজেলের দাম –
দিল্লি : ৭৩ টাকা ৮৭ পয়সা Delhi
মুম্বই: ৮০ টাকা ৫১ পয়সা Mumbai
চেন্নাই: ৭৯ টাকা ৩০ পয়সা Chennai
কলকাতা: ৭৭ টাকা ৪৪ পয়সা Kolkata

পেট্রোলের দাম –
দিল্লি : ৮৩ টাকা ৭১ পয়সা
মুম্বই : ৯০ টাকা ৩৪ পয়সা
কলকাতা : ৮৫ টাকা ১৯ পয়সা
চেন্নাই : ৮৬ টাকা ৬১ পয়সা

প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে সরকারি তেল সংস্থাগুলি ৷ পেট্রোল ও ডিজেলের দামের উপরে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত হওয়ার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় গ্রাহকদের ৷

 

Previous articleসাবধান হয়ে যান, জনতা আয়না দেখিয়ে দিয়েছে,’ বিজেপিকে হারিয়ে বার্তা ওমরের
Next article‘বাতিল জিনিস চৈত্র সেলে বিক্রির চেষ্টা হয়’, কাঁথিতে তৃণমূলের সভা নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের