করোনার সংক্রমণ ও লকডাউনের (Lockdown) জেরে টানা প্রায় ৯ মাস বন্ধ থাকার পর ফের খুলে গেল পুরীর (Puri) জগন্নাথ মন্দির (Jagannath Temple)। আজ, বুধবার সকালে মন্দিরের মূল ফটক খুলে দেওয়া হয়।

তবে নিয়ম অনুযায়ী, আপাতত ৫দিন পুরীর স্থানীয় বাসিন্দারা ছাড়া অন্য কেউ জগন্নাথ দর্শন করতে পারবেন না। আগামী ৩ জানুয়ারি থেকে দর্শনের সুযোগ পাবেন ভিন রাজ্যের বাসিন্দারা। ওই দিন থেকে সর্বাধিক ৫ হাজার পূণ্যার্থীকে মন্দিরে ঢুকতে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
করোনার কথা মাথায় রেখে মন্দির খোলার আগে একটি পৃথক স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) জারি করা হয়েছে। তা অনুযায়ী, মন্দিরে ঢুকতে গেলে কোভিড (COVID 19) নেগেটিভ রিপোর্ট জমা দিতে হবে। এছাড়া মানতে হবে একাধিক বিধিনিষেধ।
