রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে ক্রমেই উত্তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতি। অভিযোগ পালটা অভিযোগে সরগরম বাংলার রাজনীতি। 
বুধবার রামলীলা ময়দানে দলের মাইনরিটি সেলের এক সভায় তিনি বলেন, “বিজেপির জমি শক্ত করে দিতেই মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস আর বামেদের দল ভাঙিয়েছিলেন।”
ছবি-নিজস্ব