বড়দিনে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর: তাজপুরে ১৫০০০ কোটির বিনিয়োগ

বড়দিনে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর (Chief Minister)। বৃহস্পতিবার, নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee) জানান, তাজপুর সমুদ্রবন্দরে ১৫০০০ কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে। এই বন্দর (Port)থেকে জাপান-সহ বিভিন্ন জায়গায় সি-ফুড (Sea Food) রফতানি হয়। এই বন্দরের ফলে সেই কাজ সহজ হবে। মৎস্যজীবীদের ঘরে টাকা আসবে। লোহা-ইস্পাত (Steel Iron)রফতানি বৃদ্ধি পাবে এবং খড়গপুর সংলগ্ন এলাকায় ইস্পাত শিল্প (Industry) বৃদ্ধি পাবে বলে আশা মুখ্যমন্ত্রীর।

আরও পড়ুন:দিনহাটায় তৃণমূল নেতার বাড়িতে ব্যাপক বোমাবাজি

তবে, মুখ্যমন্ত্রী ফের জানিয়ে দেন “জোর করে জমি অধিগ্রহণ করা হবে না”। একই সঙ্গে, মমতা জানান, সিঙ্গুরে এগ্রো-ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করবে রাজ্য সরকার। এছাড়াও সিঙ্গুর স্টেশনের কাছে গড়ে উঠবে ক্ষুদ্র শিল্প উন্নয়ন বোর্ড। পানাগড়ে শিল্প পার্কেও নয়া বিনিয়োগ হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

Previous articleদিনহাটায় তৃণমূল নেতার বাড়িতে ব্যাপক বোমাবাজি
Next articleইংলিশ লিগ কাপের সেমিফাইনালে ম‍্যাঞ্চেস্টার ডার্বি