Wednesday, May 7, 2025

আহমেদ প্যাটেলের মৃত্যুর পর তাঁর রাজ্যসভা আসনে জিততে চলেছে বিজেপি

Date:

Share post:

প্রবীণ কংগ্রেস নেতা ও সোনিয়া গান্ধীর রাজনৈতিক উপদেষ্টা আহমেদ প্যাটেলের (Ahmed Patel) মৃত্যুর পর গুজরাটে (Gujrat) তাঁর রাজ্যসভা (rajya sabha) আসনটি হারাতে চলেছে কংগ্রেস (Congress)। সেখানে এবার অনায়াসে জিতবে বিজেপি (Bjp)। গত রাজ্যসভা ভোটে এই আসনে আহমেদ প্যাটেলকে হারানোর পণ করেছিলেন বিজেপি নেতা অমিত শাহ। সম্মান রক্ষার সেই লড়াইয়ে জিতে যান প্রবীণ কংগ্রেস নেতাই। এবার তাঁর মৃত্যুর পর কংগ্রেসের সেই আসন যেতে চলেছে গেরুয়া শিবিরের হাতে। ২০১৭ সালে বহু কষ্টে কংগ্রেস এই আসনটি জেতে। ৫ বারের রাজ্যসভা সদস্য আহমেদ প্যাটেল সম্প্রতি কোভিড পরবর্তী জটিলতায় ভুগে মারা যান। রাজ্যসভায় তাঁর মেয়াদ ছিল ২০২৩ সাল পর্যন্ত। প্যাটেলের আসন ছাড়া গুজরাটে রাজ্যসভার আরেকটি আসন ফাঁকা হয়েছে বিজেপি নেতা অভয় ভরদ্বাজের মৃত্যুতে। তাঁর মেয়াদ ছিল ২০২৬ পর্যন্ত। তিনিও কোভিড সংক্রমণে প্রাণ হারান।

নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে, এই দুটি আসনের জন্য আলাদাভাবে দুটি উপ-নির্বাচন করা হবে। তাই যদি হয়, তবে বিজেপি দুই আসনে অনায়াস জয় সময়ের অপেক্ষা মাত্র। প্রসঙ্গত, গুজরাটে বিজেপির ১১১ জন বিধায়ক রয়েছেন। কংগ্রসের বিধায়ক সংখ্যা ৬৫। রাজ্যসভায় একজন প্রার্থীকে জিততে হলে মোট ভোটের ৫০ শতাংশ অর্থাৎ ৮৮টি ভোট পেতে হবে। গত বছর গুজরাটে অমিত শাহ ও স্মৃতি ইরানির ছেড়ে যাওয়া আসন দুটিতে জিতেছে বিজেপি। এই দুটি আসনেও পৃথকভাবে ভোটের দিন নির্ধারিত হয়েছিল। এর মধ্যে একটি আসনে জেতেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এই নির্বাচনকে চ্যালেঞ্জ করে কংগ্রেস সুপ্রিম কোর্টে যায়। তাদের অভিযোগ, বিজেপিকে জেতার সুযোগ করে দিতেই দুটি আসনের জন্য আলাদা দিনে নির্বাচন অনুষ্ঠিত হয়। একইদিনে নির্বাচন হলে সংখ্যার নিরিখে কংগ্রেস একটি আসনে জিততে পারত। কারণ একসঙ্গে ভোট হলে একক স্থানান্তরযোগ্য ভোটের মাধ্যমে আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে একটি আসনে কংগ্রেসের জয় নিশ্চিত ছিল। রাজ্যসভা ভোটে প্রতি প্রার্থীর জন্য বিধায়কদের পছন্দ অনুযায়ী তালিকা তৈরি করতে হয়। বেশিরভাগ ভোটারের প্রথম পছন্দের প্রার্থীই জেতেন। প্রত্যেক বিধায়কের ভোট একবারই গোনা হয়। যদিও মামলায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণভাবে রাজ্যসভার উপনির্বাচনের জন্য আলাদা আলাদা বিজ্ঞপ্তি জারি অবৈধ নয়। অতীতেও হয়েছে। আলাদাভাবে নির্বাচন করানোর মধ্যে অনিয়ম কিছু নেই।

 

spot_img

Related articles

রাতেই POK-তে হামলা, বুধের সকালে দেশজুড়ে অসামরিক মহড়া 

কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার প্রায় দু সপ্তাহ পর মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে হামলা চালালো ভারত (Indian Army...

আজ শীর্ষ আদালতে DA মামলার শুনানি, সুপ্রিম রায়ে নজর সরকারি কর্মচারীদের

আজ দেশের শীর্ষ আদালতে (Supreme Court) পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের ডিএ মামলার শুনানি। গত বাজেটে রাজ্য সরকার (Government of...

লস্করের হেডকোয়ার্টার গুঁড়িয়ে দিল ভারত, ‘মোক্ষম জবাব’ সোশ্যাল মিডিয়ায় দাবি ভারতীয় সেনার

মধ্যরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় ভারতীয় সেনার প্রিসিশন স্ট্রাইক (Precision Strike)। পহেলগাম হামলার (Pahelgam Attack...

‘অপারেশন সিন্দুর’কে ‘লজ্জা’ দাবি ট্রাম্পের! কথা ডোভাল-রুবিওর

ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে সাম্প্রতিককালে পাকিস্তানের দোষ ঢাকার চেষ্টা দেখা গিয়েছে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) মুখে। পহেলগাম...