Friday, November 14, 2025

একুশের ভোটে বামেদের সঙ্গে জোটে সিলমোহর কংগ্রেস হাইকম্যাণ্ডের

Date:

Share post:

২০২১-এ বামেদের সঙ্গে জোট গড়ে বাংলার বিধানসভা ভোটে (WB Assembly Election 2021) যাওয়ার প্রস্তুতি আগেই শুরু করেছে প্রদেশ কংগ্রেস (WBPCC)৷

বেশ কয়েকদফা বৈঠকও হয়েছে কংগ্রেস ও বাম নেতাদের৷ আসন ভাগাভাগি, প্রার্থীতালিকা নিয়েও প্রাথমিক আলোচনা চলছে৷ এবার সেই জোট প্রক্রিয়ায় আনুষ্ঠানিক সিলমোহর দিলো কংগ্রেস হাইকম্যাণ্ড৷

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি (Adhir Choudhury) বৃহস্পতিবার এক টুইটবার্তায় জানিয়েছেন, “কংগ্রেস হাইকম্যান্ড পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচনে বাম দলগুলির সাথে নির্বাচনী জোটকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে৷”

হাইকম্যাণ্ডের সিদ্ধান্ত এতদিন না মেলায় রাজ্য রাজনীতিতে জল্পনা শুরু হয়, তাহলে কি সোনিয়া গান্ধী (Sonia Gandhi) চাইছেন না কং-বাম জোট হোক ? বিজেপিকে রুখতে কংগ্রেস চেয়ারপার্সন কি চাইছেন বাংলায় জোট হোক কংগ্রেস আর তৃণমূলের ?

আরও পড়ুন:অমর্ত্য সেন নয়, বাংলার অপমান: নাম না করে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ মমতার

কট্টর তৃণমূল-বিরোধী অধীর চৌধুরি এ ধরনের জল্পনায় ঠাণ্ডা জল ঢেলে এদিন জানিয়েছেন, “বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গেই জোট বেঁধে লড়াই করবে কংগ্রেস৷ এদিনই এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে কংগ্রেস হাইকম্যান্ড৷” প্রদেশ কংগ্রেস সভাপতি সূত্রের খবর, খুব শিগগিরই আসন রফা নিয়ে দু’ পক্ষের মধ্যে আলোচনা শুরু হবে৷ একুশের বিধানসভা নির্বাচনে জোট বেঁধে লড়াই করার সিদ্ধান্ত অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন রাজ্যস্তরের বাম ও কংগ্রেস নেতারা৷ একসঙ্গেই কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলনে সামিলও হচ্ছিলেন তাঁরা৷ এ বার সেই সিদ্ধান্তেই সিলমোহর দিলে কংগ্রেস হাইকম্যান্ড৷ প্রসঙ্গত, ২০১৬ সালের রাজ্য বিধানসভা ভোটেও এই দুই দলের রাজ্য নেতারা জোট গঠন করেছিলেন৷

spot_img

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...