Monday, November 10, 2025

‘বিশ্বসাথে’ যোগের কথা স্মরণ করে বিশ্বভারতীর শতবর্ষে টুইট মমতার

Date:

বিশ্বভারতী(Visva Bharati) শতবর্ষ উপলক্ষে বৃহস্পতিবার ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। তবে সেই অনুষ্ঠান শুরু হওয়ার আগেই এদিন সকালে টুইট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। টুইটে রবীন্দ্রনাথের গান উদ্ধৃত করে তিনি লিখলেন, ‘বিশ্বসাথে যোগে যেথায় বিহারো, সেইখানে যোগ তোমার সাথে আমারও’। এদিন রবীন্দ্রনাথ ঠাকুরের(Rabindranath Tagore) চিন্তা ও দর্শনকে সংরক্ষণের কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী(Chief minister)।

১৯১০ সালে কবিগুরুর লেখা গান ‘বিশ্বসাথে যোগে যেথায় বিহারো, সেইখানে যোগ তোমার সাথে আমারও’, গানটিকে উদ্ধৃত করে এদিন টুইটে মমতা লেখেন, ১০০ বছর পূর্ণ হল বিশ্বভারতীর। আদর্শ মানুষ গড়ার পথে রবীন্দ্রনাথের সবচেয়ে বড় এক গবেষণার ফসল এই শিক্ষা মন্দির। আমাদের উচিত এই মহান দার্শনিক চিন্তা ও তাঁর দর্শনকে সংরক্ষণ করা।’

আরও পড়ুন:আত্মনির্ভর ভারতের সূচনা কবিগুরুর কাছ থেকেই, বিশ্বভারতীর অনুষ্ঠানে বললেন মোদি

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে একাধিক বার রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বিশ্বভারতী। সম্প্রতি বিশ্বভারতী ঘুরে গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার শতবর্ষ উপলক্ষে ভার্চুয়ালি বিশ্বভারতীর অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যপাল জগদীপ ধনকড় ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল। শতবর্ষ উপলক্ষে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানোর জানানো হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে তিনি সেই অনুষ্ঠানে উপস্থিত থাকেননি বলে জানা গিয়েছে। অবশ্য আগামী ২৮ ডিসেম্বর বোলপুর সফরে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Related articles

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বন্যা–ধসের ক্ষয়ক্ষতির পর্যালোচনা

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রশাসনের...

রাজ্যের গ্রামে পৌঁছচ্ছে আধুনিক চিকিৎসা, মুখ্যমন্ত্রীর হাত ধরে চালু ২১০টি মোবাইল মেডিক্যাল ইউনিট

রাজ্যের প্রত্যন্ত ও গ্রামীণ এলাকায় অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। স্বাস্থ্য ভবন প্রাঙ্গণ...

সব মামলায় জামিন, সাড়ে তিনবছর পরে জেলমুক্তি ঘটতে চলছে পার্থর

অবশেষে সব মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সোমবার বিকেলে বিশেষ সিবিআই আদালত তাঁর...

জাতীয় দলে শামির পক্ষেই সওয়াল সৌরভের, ইডেনে পিচ পরিদর্শন গম্ভীরের

কয়েকদিন পরই  ইডেনে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট(IND vs SA Test)। ইতিমধ্যেই দুই দল কলকাতায় চলে এসেছে। সোমবার...
Exit mobile version