Sunday, May 4, 2025

পূর্বস্থলীতে শুভেন্দুর সভাস্থলে আজ সুজাতা! তৃণমূলের সভা ঘিরে উন্মাদনা তুঙ্গে

Date:

Share post:

শুভেন্দু যেখানে শেষ করেছিলেন, আজ, বৃহস্পতিবার সেখান থেকেই শুরু করবেন সুজাতা। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে শুভেন্দুর সভাস্থলেই আজ তৃণমূলের সভায় বক্তব্য রাখবেন সুজাতা! যা নিয়ে শুধু ওই এলাকা নয়, উন্মাদনা তুঙ্গে গোটা জেলাজুড়ে।

সম্প্রতি রাজ্য রাজনীতিতে চমকপ্রদ দলবদল পর্বের পর তেমনটাই যেন প্রতিফলিত হচ্ছে। এখন রাজ্য রাজনীতিতে সবচেয়ে আলোচিত দুটি নাম। শুভেন্দু অধিকারী ও সুজাতা মন্ডল খাঁ। প্রথমজন ঘাসফুল ছেড়ে পদ্ম শিবিরে যোগ দিয়েছেন। এবং দ্বিতীয় জন হঠাৎ চমক দিয়ে গেরিয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন।

অমিত শাহের (Amit Sah) হাত ধরে সদ্য বিজেপিতে (BJP) যোগ দেওয়ার পর মঙ্গলবার প্রথম জনসভা করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী(Subhendu Adhikary) পূর্ব বর্ধমানের (East Bardawan) কালনার (Kalna) পূর্বস্থলীতে (Purbasthali) সেই জনসভা থেকে তৃণমূল (TMC) নেত্রী তথা শীর্ষ নেতৃত্বকে কড়া ভাষায় আক্রমণ করেন শুভেন্দু।

আর শুভেন্দুকে জবাব দিতে সেই পূর্বস্থলীর সেই একই জায়গায় ৪৮ ঘন্টার মধ্যে এবার পাল্টা সভা করতে চলেছে তৃণমূল। যে সভার মূল আকর্ষণ সুজাতা মন্ডল খাঁ। অর্থাৎ যেখানে শুভেন্দুর সভা সেখান থেকেই শুরু করছেন সুজাতা। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের দাবি, বিজেপির মহিলা ব্রিগেডের সবচেয়ে লড়াকু নেত্রী ছিলেন এই সুজাতা। ফলে তাঁর তৃণমূলে যোগদানের পর ঘাসফুল সমর্থকদের মধ্যেও একটা আলাদা উন্মাদনা তৈরি হয়েছে। সুজাতাকে সামনে থেকে দেখার জন্য, তাঁর বক্তব্য শোনার জন্য মুখিয়ে রয়েছেন পূর্ব বর্ধমানের মানুষ।

তৃণমূলের এই সভায় আকর্ষণের কেন্দ্রে বিজেপি থেকে সদ্য তৃণমূলে যোগ দেওয়া সুজাতা মণ্ডল খাঁ (Sujata Mandal Khan)। যিনি বিষ্ণুপুরের (Bishnupur) বিজেপি সাংসদ (MP) সৌমিত্র খাঁয়ের (Sumitra Khan) স্ত্রী। এছাড়াও এই সভায় হাজির থাকবেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুনাল ঘোষ (Kunal Ghosh), তৃণমূলের নতুন প্রজন্মের সুবক্তা দেবাংশু ভট্টাচার্য (Debanshu Bhattacharjee) প্রমূখ। শুভেন্দুর পাল্টা সভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই পূর্বস্থলীতে তৃণমূল কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট উন্মাদনা তৈরি হয়েছে। আরও একটি বিষয় রাজ্যের শাসক দল তৃণমূল প্রমাণ করে দিতে চাইছে, শুভেন্দুর জন্য তৃণমূলের একটা সুজাতাই যথেষ্ট।

প্রসঙ্গত, তৃণমূলে যোগ দিয়েই সুজাতা জানিয়ে ছিলেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banarjee) নেতৃত্বেই এবার থেকে কাজ করবেন তিনি। বিজেপি যোগ্য লোককে সম্মান দেয় না। সুযোগ সন্ধানীরা ক্ষমতা পাচ্ছে। আর যাঁরা মাঠে নেমে লড়াই করে তাঁরাই বঞ্চিত।

এখানেই শেষ নয়। সুজাতাদেবী সুর চড়িয়ে বলেছিলেন, যে দলের হয়ে তিনি লড়াই করেছিলেন, সেই দলে এখন পচা আলুরা যোগ দিচ্ছে। কোন সাবান মেখে চোর সাধু হয়ে যায়, সেই সাবান বা ওষুধ খুঁজে পাইনি। অথচ যাঁরা রক্ত দিয়েছে, তাঁরা বঞ্চিত। শুভেন্দু অধিকারীর নাম করেই তাকে কটাক্ষ করেছিলেন সুজাতা। এখন দেখার পূর্বস্থলীতে শুভেন্দুর পাল্টা সভায় কতটা আক্রমনাত্মক হন সুজাতা।

আরও পড়ুন- বিচ্ছিন্নতাবাদীদের গালে জোরাল থাপ্পড় মেরেছে উপত্যকার নির্বাচনী ফল: রবিশঙ্কর প্রসাদ

 

spot_img
spot_img

Related articles

মোদির অচ্ছে দিন! মানবাধিকারের প্রশ্নে রাষ্ট্রসঙ্ঘে মুখ পুড়ছে ভারতের

মোদির(Narendra Modi) আচ্ছে দিনে বিশ্বমঞ্চে চরম লজ্জার সম্মুখীন ভারত(India)। স্বাধীনতার পর এই প্রথমবার ভারতের আন্তর্জাতিক মান পতনের মুখে...

সাসপেন্ড সামসেরগঞ্জ থানার অপসারিত ওসি-সহ ২ পুলিশ আধিকারিক

মুর্শিদাবাদের ওয়াকফ বিরোধী (Protest against WAQF ammendment act) অশান্তির সময়ে সামসেরগঞ্জ থানার তৎকালীন ওসি শিবপ্রসাদ ঘোষ (Shiboprasad Ghosh)...

জেল থেকে সেনার তথ্য পাকিস্তানে পাচার! পঞ্জাবে গ্রেফতার ২ চর

ভারতীয় সেনার গোয়েন্দা ব্যর্থতা পহেলগাম হামলায় (Pahalgan attack) যেভাবে প্রকাশ্যে এসেছে তাতে নিরাপত্তা নিয়ে কার্যত রাতের ঘুম উড়েছে...

কোটায় নিটের আগেই আত্মঘাতী মেডিক্যাল পরীক্ষার্থী, ভাড়াবাড়িতে উদ্ধার ঝুলন্ত দেহ!

ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার (National Eligibility cum Entrance Test) আগের রাতে গেরুয়া রাজ্যে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ। রাজস্থানের কোটা...