ইন্ডিয়ান ক্রিকেটার অ্যাসোসিয়েশনের (ICA) প্রতিনিধি হিসাবে মনোনীত হলেন প্রাক্তন ক্রিকেটার প্রজ্ঞান ওঝা ( Pragyan Ojha)। এতদিন আইসিএর প্রতিনিধিত্ব করতেন সুরিন্দর খান্না ( Surinder khanna)।

এদিন প্রজ্ঞান ওঝাকে ভারতীয় ক্রিকেটারদের পক্ষ থেকে এদিন বেছে নেওয়া হয়, আইপিএল গভর্নিং কাউন্সিলে প্রতিনিধিত্ব করার জন্য।

বোর্ডের নিয়ম অনুযায়ী, আইপিএল গভর্নিং কাউন্সিলের জন্য প্রত্যেক বছর ক্রিকেটারদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করতে মনোনীত করতে হবে একজনকে। আর তাতেই মনোনীত হন ওঝা। এক বছরের জন্য এই পদের দায়িত্ব সামলাবেন তিনি।

আরও পড়ুন:২০২২ সালে আইপিএল এ ১০ দল, সিদ্ধান্ত বিসিসিআইয়ের
