Thursday, November 13, 2025

১ টাকায় মিলবে খাবার, ক্যান্টিন চালু করলেন বিজেপি সাংসদ

Date:

বেনজির উদ্যোগ!

ক্রিকেট ছেড়ে রাজনীতিতে যোগ দিয়েছেন বর্তমানে বিজেপির লোকসভার সাংসদ গৌতম গম্ভীর (BJP MP Gautam Gambhir)। এবার তিনি এক বেনজির উদ্যোগ নিয়েছেন। জনসাধারণের জন্য চালু করেছেন ক্যান্টিন। সেখানে মাত্র ১ টাকায় মিলবে খাবার।

গম্ভীরের সংসদীয় কেন্দ্র পূর্ব দিল্লি। সেখানেই জনসাধারণের জন্য ‘এক আশা ‌জন রসোই’ক্যান্টিন চালু করেছেন। সেখানেই মিলবে ১ টাকায় খাবার। তিনি প্রথম ক্যান্টিনটি চালু করলেন বৃহস্পতিবার দিল্লির (Delhi) গান্ধীনগরের কৈলাস কলোনী বাস স্টপে। ক্যান্টিনটি প্রতিদিন দুপুর সাড়ে ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত চালু থাকবে।

গম্ভীর এর আগেও ক্যান্টিন চালু করেছিলেন। তিনি জানিয়েছেন, এরপর অশোকনগরেও এরকম আরও একটি ক্যান্টিন খুলবেন। সেটি প্রজাতন্ত্র দিবসে চালু করা হবে। সব মিলিয়ে পূর্ব দিল্লির ১০টি বিধানসভা এলাকায় অন্তত একটি করে ‘জন রসোই’ ক্যান্টিন চালু করার পরিকল্পনা রয়েছে গম্ভীরের। জানা গিয়েছে, পুরো প্রকল্পটি চলবে গৌতম গম্ভীরের ফাউন্ডেশন ও সাংসদের ব্যক্তিগত আর্থিক অনুদানে। এটি পরিচালনা করতে কোনওরকম সরকারি অনুদান নেওয়া হবে না।

১ টাকায় পাওয়া যাবে ভাত, সব্জির তরকারি ও মুসুর ডাল। একসঙ্গে বসে খেতে পারবেন ১০০ জন, তবে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বর্তমানে মাত্র ৫০ জন সেখানে একসঙ্গে বসতে পারবেন। এই প্রসঙ্গে গম্ভীর বলেন, “জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেকের স্বাস্থ্যকর খাবার খাওয়া নৈতিক অধিকার। পরিবারহীনরা যেভাবে আধপেটা খেয়ে দিন কাটান, তা ভীষণ হৃদয়বিদারক ঘটনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও (Narendra Modi) লক্ষ্য দেশে যেন একজনও অনাহারে না থাকেন। এটা দেখে খুব কষ্ট হয় যে, গৃহহীন, দুঃস্থ লোকেরা দিনে দু’‌মুঠো খাবারও পান না!’‌’

আরও পড়ুন-কীসের ভিত্তিতে বললেন বিজেপি দুই অঙ্ক পেরবে না? ব্যাখ্যা পিকের

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version