ঋদ্ধিতেই ভরসা কিরণ, কিরমানির

শনিবার থেকে মেলবোর্নে (melbourne) শুরু হতে চলেছে বক্সিং ডে টেস্ট (boxing day test)। সেই টেস্টে ঋদ্ধিমান সাহার (wriddhiman saha ) ওপর ভরসা রাখছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার কিরণ মোরে( kiran more) এবং সৈয়দ কিরমানি(syed kirmani)।

প্রথম টেস্টে ভারতের ব‍্যাটিং লাইনে ভড়া ডুবির পর, দ্বিতীয় টেস্টে উইকেট কিপার ব‍্যাটসম‍্যান হিসাবে ঋষভ পন্থকে চাইছেন অনেকে। কিন্তু সেই বিতর্কে জল ঢেলে দিলেন ভারতের দুই প্রাক্তন ক্রিকেটার কিরণ মোরে এবং সৈয়দ কিরমানি। তাদের মতে দ্বিতীয় টেস্টে ঋদ্ধিমান সাহাকেই খেলানো উচিৎ ভারত অধিনায়ক অজিঙ্কে রাহানের।

সৈয়দ কিরমানি বলেন, এক টেস্টে বিচার করে কাউকে বসিয়ে দিলে সত‍্যি অবাক হব। প্রথম টেস্টে সবাই ব‍্যর্থ। শুধু ঋদ্ধির ওপর আঙ্গুল তুললে ভুল হবে। বিরাটের অনুপস্থিতে ঋদ্ধিই দলের অন‍্যতম প্রধান ভরসা। ” ঋদ্ধিকে নিয়ে একই কথা শোনা যায় আরেক প্রাক্তন ক্রিকেটার কিরণ মোরের কথাতেও। তিনি বলেন, “অস্ট্রেলিয়ার স্পিনারদের বিরুদ্ধে কিপিং করা সহজ নয়। অতিরিক্ত বাউন্স সমস্যা তৈরি করতে পারে। তাই দ্বিতীয় টেস্টে ঋদ্ধিই যোগ‍্য।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস