Sunday, August 24, 2025

নোবেলজয়ীর প্রতি বিশ্বভারতীর আচরণে মর্মাহত “বোন” মমতার চিঠি “দাদা” অমর্ত্য সেনকে

Date:

শান্তিনিকেতনে অর্মত্য সেনের(Amartya Sen) বাড়ির জমি বিতর্ক নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ৷ এছাড়াও শান্তিনিকেতনে ‘প্রতীচী’র জমি নিয়ে যে বিতর্ক তৈরি হচ্ছে, সেই বিষয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদকে শুক্রবার চিঠি লিখে তাঁর পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা। বাঙালি কৃতীকে চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘অসহিষ্ণুতার বিরুদ্ধে আপনার লড়াইয়ের পাশে আছি ৷ বোনের মতো আপনার পাশে থাকব ৷’

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের (Amartya Sen) শান্তিনিকেতনের বাড়ির জমি নিয়ে বিশ্বভারতীর অভিযোগ আপত্তিকর, অপমানজনক। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক সম্মেলন থেকে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিশ্বভারতীর জমি নিয়ে দীর্ঘদিন ধরে রয়েছে জটিলতা ৷ সম্প্রতি বিশ্বভারতীতে কেন্দ্রের শাসকদলের ঘনিষ্ঠ শিবিরের তরফে দাবি করা হয়েছে অমর্ত্য সেনের বাড়ি ‘প্রতীচী’ সংলগ্ন জমি আসলে বিশ্ববিদ্যালয়ের ৷ তা অবৈধভাবে দখল করা হয়েছে ৷ এই ঘটনায় নোবেল জয়ী বাঙালি অর্থনীতিবিদের ইচ্ছাকৃতভাবে নাম জড়িয়ে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ চিঠিতে, সম্মানীয় অমর্ত্যদা বলে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘শান্তিনিকেতনের সাম্প্রতিক কিছু ঘটনার কথা সংবাদমাধ্যম থেকে জেনে আমি হতভম্ব ৷ শান্তিনিকেতনের সঙ্গে আপনার শিকড়ের যোগসূত্র নিয়ে যে জঘন্য ইঙ্গিত করা হয়েছে তাতে আমি ব্যথিত ৷’ শান্তিনিকেতনের সঙ্গে অমর্ত্য সেনের সম্পর্ক কতটা গভীর তা উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘আপনার মাতামহ পণ্ডিত ক্ষিতিমোহন সেন ছিলেন শান্তিনিকেতনের শুরুর দিকের বাসিন্দাদের মধ্যে অন্যতম। আপনার বাবা প্রখ্যাত শিক্ষাবিদ এবং প্রশাসক আশুতোষ সেন ৷ প্রায় আট দশক আগে উনিই নির্মাণ করেছিলেন প্রতীচী।’

আরও পড়ুন- দুয়ারে সান্টা: উপহার স্বাস্থ্যসাথী কার্ড

 

 

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...
Exit mobile version