Tuesday, November 11, 2025

“তোমার খোলা হাওয়া”, বড়দিনে মুক্তি পেলো মিমির নতুন মিউজিক ভিডিও!

Date:

বড়দিনে ভক্তদের বড় উপহার দিলেন টলিউডের (Tollywood) শীর্ষ অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। আজ, শুক্রবার বড়দিনে মুক্তি পেল মিমির “তোমার খোলা হাওয়া” (Tomar Khola Haowa) গানের মিউজিক ভিডিও (Music Video)। যা ইতিমধ্যেই ইউটিউবে ব্যাপক জনপ্রিয়তা তৈরি করেছে। এটি রবীন্দ্রসঙ্গীতের উপর অভিনেত্রীর দ্বিতীয় মিউজিক ভিডিও।

মিমি তাঁর এই মিউজিক ভিডিও’র শ্যুটিং করেছেন কলকাতা থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে মৌসুনি আইল্যান্ডে (Mousuni Island)। কেন এই “নির্জন” একটি দ্বীপকে বেছে নিলেন? উত্তরে অভিনেত্রী বলেন, “আমরা ঠিক করেছিলাম এ রাজ্যেরই কোনও একটি জায়গায় শ্যুটিং করব। তখনই মৌসুনি দ্বীপের কথা মাথায় আসে। রাজ্যের পর্যটন কেন্দ্রগুলিকে তুলে ধরলে, লোকজন আরও বেশি সেখানে বেড়াতে যেতে আগ্রহ বোধ করবে।”

প্রসঙ্গত, অভিনেত্রীর পাশাপাশি মিমি চক্রবর্তী এ রাজ্যের সাংসদ। একজন নির্বাচিত জনপ্রতিনিধি। তাই নিজের মিউজিক ভিডিও বানানোর সঙ্গেই রাজ্যের পর্যটনের উন্নয়নের দিকেও নজর ছিল তাঁর। মৌসুনি দ্বীপ নতুন একটি পর্যটন কেন্দ্র হতে চলেছে এ রাজ্যের। ফলে মিমি এই মিউজিক ভিডিও’র মাধ্যমে মৌসুনি আইল্যান্ড-এর সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। ফলে এই দ্বীপটি নিয়ে মানুষের মধ্যে জনপ্রিয়তা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

আর রবীন্দ্রসংগীত নিয়ে তাঁর দ্বিতীয় মিউজিক ভিডিও প্রসঙ্গে মিমি চক্রবর্তী জানান, ”তোমার খোলা হাওয়া এমন একটি গান, যেটা ছোট থেকেই শুনে আসছি। এটা আমার খুব খুব পছন্দের একটি গান। ছোট থেকে গানটি গুনগুন করে গাইতাম। আমার প্রিয় গানটির নতুন রূপে তুলে ধরতে সঙ্গীত পরিচালক লিংকন দারুন কাজ করেছে। পাশাপাশি আমার গোটা টিমই এই মিউজিক ভিডিওটি তৈরি করতে অক্লান্ত পরিশ্রম করেছে।”

আরও পড়ুন- বিজেপির অর্জুনকে মহাভারতের অর্জুনের সঙ্গে তুলনা করলেন রাজ্যপাল!

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version