দলে যোগ দেওয়ায় শনিবার কলকাতায় শুভেন্দু-সংবর্ধনা বিজেপির

গেরুয়া শিবিরে সামিল হওয়ার পর প্রথমবার কলকাতায় আসছেন বিজেপি (BJP) নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)৷ সূত্রের খবর, আগামীকাল, শনিবার, কলকাতার হেস্টিংস এলাকার রাজ্য বিজেপি-র দফতরে প্রথমবার যাবেন শুভেন্দু। তবে, একা শুভেন্দু নন, তাঁর সঙ্গেই যাঁরা ১৯ তারিখ বিজেপিতে যোগ দিয়েছেন, তাঁরা সবাই-ই আসবেন৷ ওইদিন তাঁদের সংবর্ধনা দেবে রাজ্য বিজেপি।

বিজেপি সূত্রের খবর, ওইদিন একটি গুরুত্বপূর্ণ বৈঠকও হবে৷ বৈঠকে দলে সদ্য আসা নেতারা কী ভাবে কাজ করবেন, কোন ফ্রন্টে কাজ করবেন, তা স্থির হবে। নবাগতদের অনেককে দলের বিভিন্ন শাখা সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে সেদিনই৷ বঙ্গ-বিজেপি সূত্রে খবর, শনিবার শুভেন্দুর সঙ্গেই বিজেপি-তে যোগ দেওয়া ৯ বিধায়ক, সাংসদ সুনীল মণ্ডল ও আলিপুরদয়ারের প্রাক্তন সাংসদ দশরথ তিরকের কলকাতায় আসার কথা। এ ছাড়াও বিভিন্ন দল থেকে যে সব পদাধিকারী বিজেপিতে যোগ দিয়েছেন, তাঁদেরও হেস্টিংস অফিসে আমন্ত্রণ জানানো হয়েছে৷ বিজেপিতে নবাগত নেতাদের সংবর্ধনা দেওয়ার রীতি আছে৷ একইভাবে সংবর্ধিত করা হয়েছিলো মুকুল রায়, শোভন চট্টোপাধ্যায়কেও৷ এবার শুভেন্দু-সহ বাকিদের ‘বরণ’ করা হবে।
সূত্রের খবর, শুভেন্দু- সংবর্ধনায় থাকবেন কৈলাস বিজয়বর্গীয়, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। নন্দীগ্রামে ৭ জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার পরদিন, ৮ জানুয়ারি, একই জায়গায় বিজেপি-র সমাবেশ হবে বলে ঘোষণা করেছেন শুভেন্দু। সেই সভার প্রস্তুতি নিয়েও আলোচনা হতে পারে শনিবারের বৈঠকে।

Previous articleহাসপাতালে ভর্তি রজনীকান্ত
Next articleকৃষি-শিল্প নিয়ে তৃণমূল নেত্রীকে কটাক্ষ লকেটের