Thursday, August 21, 2025

গুরুংয়ের শিক্ষাগত যোগ্যতা নিয়ে খোঁচা, মদন-হত্যার পুনর্তদন্ত দাবি বিরোধী গোষ্ঠীর

Date:

এবার বিমল গুরুংয়ের (Bimal Gurung) শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে পাহাড়ের নেতৃত্বে শিক্ষিতদের বসানোর ডাক দিলেন বিনয় তামাং (Binay Tamang) ও অনীত থাপার (Anit Thapa) সহযোগীরা। শনিবার দার্জিলিঙের (Darjeeling) মোটর স্ট্যান্ডে গোর্খা জনমুক্তি মোর্চার বিনয়-অনীতপন্থীদের সভায় এ কথা বলেন দলের দুই প্রথম সারির নেতা কেশবরাজ পোখরেল ও অলোককান্তমণি থুলুং (Alokkanta Thulung)। দুজনেই মোর্চার কেন্দ্রীয় কমিটির সদস্য। অলোককান্তমণি থুলুং তো এক ধাপ এগিয়ে বিমল গুরুংয়ের মেয়ের শিক্ষাগত যোগ্যতার স্কুল সার্টিফিকেট (School Certificate) আসল কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। এমনকী, মদন তামাং (Madan Tamang) হত্যা মামলার পুনর্তদন্তের দাবিও তুলেছেন। এদিন ভিড়ে ঠাসা সভায় কেশবরাজ (Keshavraj) জানান, পাহাড়ের মানুষ অশান্তি, হিংসা, হুমকি দিয়ে কাজ করেন এমন ধ্বংসাত্মক নেতা চান না।

পাহাড়ের মানুষ শিক্ষিত নেতা চান। তিনি বিমল গুরুং যে দ্বিতীয় শ্রেণির বেশি লেখাপড়া করেননি তা উল্লেখ করে কেশবরাজের বক্তব্য, বিনয় তামাং ১৯৮৬ সালের স্নাতক এবং অনীতও তারপরেই কলেজ (College) শেষ করেছেন। তাই পাহাড়ের মানুষ এখন শিক্ষিত, শান্তীকামী নেতাদের নেজত্বেই চলহবেন বলে আশা করেন কেশবরাজ।

এর পরেই অলোককান্তমণি থুলুং বক্তৃতা দিতে গিয়ে বিমল গুরুংয়ের মেয়ের স্কুল সার্টিফিকেটের প্রসঙ্গে অভিযোগ করে জানান, কবে কোন কোন স্কুলে তাঁর মেয়ে পড়েছেন ও তাঁর সঙ্গে কে বা কারা লেখাপড়া করেছেন সেটা জানতে চাওয়া দরকার। অলোককান্তমণি মতে, পাহাড়ের মানুষ বিমল গুরুংয়ের ধ্বংসাত্মক রাজনীতি দেখেছেন বলেই এখন বিনয় ও অনীতদের সাথে পা মিলিয়ে পরিবর্তন যাত্রায় সামিল হয়েছেন।

আরও পড়ুন- PM CARES ফান্ড নিয়ে ফরেনসিক তদন্ত করুক CAG, সুখেন্দুশেখর রায়ের কলম

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version