Sunday, August 24, 2025

গুরুংয়ের শিক্ষাগত যোগ্যতা নিয়ে খোঁচা, মদন-হত্যার পুনর্তদন্ত দাবি বিরোধী গোষ্ঠীর

Date:

এবার বিমল গুরুংয়ের (Bimal Gurung) শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে পাহাড়ের নেতৃত্বে শিক্ষিতদের বসানোর ডাক দিলেন বিনয় তামাং (Binay Tamang) ও অনীত থাপার (Anit Thapa) সহযোগীরা। শনিবার দার্জিলিঙের (Darjeeling) মোটর স্ট্যান্ডে গোর্খা জনমুক্তি মোর্চার বিনয়-অনীতপন্থীদের সভায় এ কথা বলেন দলের দুই প্রথম সারির নেতা কেশবরাজ পোখরেল ও অলোককান্তমণি থুলুং (Alokkanta Thulung)। দুজনেই মোর্চার কেন্দ্রীয় কমিটির সদস্য। অলোককান্তমণি থুলুং তো এক ধাপ এগিয়ে বিমল গুরুংয়ের মেয়ের শিক্ষাগত যোগ্যতার স্কুল সার্টিফিকেট (School Certificate) আসল কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। এমনকী, মদন তামাং (Madan Tamang) হত্যা মামলার পুনর্তদন্তের দাবিও তুলেছেন। এদিন ভিড়ে ঠাসা সভায় কেশবরাজ (Keshavraj) জানান, পাহাড়ের মানুষ অশান্তি, হিংসা, হুমকি দিয়ে কাজ করেন এমন ধ্বংসাত্মক নেতা চান না।

পাহাড়ের মানুষ শিক্ষিত নেতা চান। তিনি বিমল গুরুং যে দ্বিতীয় শ্রেণির বেশি লেখাপড়া করেননি তা উল্লেখ করে কেশবরাজের বক্তব্য, বিনয় তামাং ১৯৮৬ সালের স্নাতক এবং অনীতও তারপরেই কলেজ (College) শেষ করেছেন। তাই পাহাড়ের মানুষ এখন শিক্ষিত, শান্তীকামী নেতাদের নেজত্বেই চলহবেন বলে আশা করেন কেশবরাজ।

এর পরেই অলোককান্তমণি থুলুং বক্তৃতা দিতে গিয়ে বিমল গুরুংয়ের মেয়ের স্কুল সার্টিফিকেটের প্রসঙ্গে অভিযোগ করে জানান, কবে কোন কোন স্কুলে তাঁর মেয়ে পড়েছেন ও তাঁর সঙ্গে কে বা কারা লেখাপড়া করেছেন সেটা জানতে চাওয়া দরকার। অলোককান্তমণি মতে, পাহাড়ের মানুষ বিমল গুরুংয়ের ধ্বংসাত্মক রাজনীতি দেখেছেন বলেই এখন বিনয় ও অনীতদের সাথে পা মিলিয়ে পরিবর্তন যাত্রায় সামিল হয়েছেন।

আরও পড়ুন- PM CARES ফান্ড নিয়ে ফরেনসিক তদন্ত করুক CAG, সুখেন্দুশেখর রায়ের কলম

Related articles

পদ্মবিভীষণ! দেশের প্রয়াত অর্থমন্ত্রীকে চরম অশ্রদ্ধা বিজেপি নেত্রী অগ্নিমিত্রার

কতটা অশ্রদ্ধা থাকলে দেশের প্রাক্তন মন্ত্রী তথা নিজের দলের জাতীয় নেতাকে একজন বিধায়ক সম্মান জানাতে গিয়েও নক্কারজনক শব্দ...

পথ দুর্ঘটনায় প্রয়াত জম্মু ও কাশ্মীরের ক্রিকেটার ফারিদ, সিসিটিভি ফুটেজ দেখেই হতবাক সকলে

পথ দুর্ঘটনাতে প্রয়াত জম্মু ও কাশ্মীরের(Jammu&Kashmir) ক্রিকেটার ফারিদ হুসেন(Frid Hussain)। তাঁর দুর্ঘটনার সিসিটিভ ফুটেজ প্রকাশ্যে আসতেই হৈচৈ পড়ে...

ভারতীয় ক্রিকেট দলের নতুন স্পনসর রিলায়েন্স না আদানি গোষ্ঠী !

সংসদে গেমিং প্ল্যাটফর্মগুলি নিষিদ্ধ হওয়ায় ভারতীয় দলের জার্সি থেকে সরছে ড্রিম ইলেভেনের (Dream 11) লোগো। কিন্তু এরপর কে?...

পণের দাবিতে স্ত্রীকে ‘খুন’, এনকাউন্টারে ধরা পড়েও আফশোষ নেই খুনি স্বামীর!

স্করপিও গাড়ি পেয়েও নিস্তার নেই। দেওয়া হয়েছে আরও একটি গাড়ি। দিতে হবে আরও ৩৬ লক্ষ। নয় বছর ধরে...
Exit mobile version