Wednesday, May 14, 2025

‘জহর দা’কে অনুষ্ঠানে আমন্ত্রণ বিজেপির!

Date:

Share post:

বাংলায় ক্ষমতা দখলের ইচ্ছে থাকলেও বিজেপি (BJP) বাংলা সংস্কৃতি সম্পর্কে ওয়াকিবহাল নয়। এই অভিযোগ সবসময় করছেন তৃণমূলের (TMC) নেতানেত্রীরা। আর সেটা যে শুধুমাত্র রাজনৈতিক প্রচারের অঙ্গ নয়, তার বারবার প্রমাণ মিলছে গেরুয়া শিবিরের আচরণে। বিদ্যাসাগরের (Vidyassgar) মূর্তি ভাঙা, সহজ পাঠের রচয়িতা ভুল নাম বলা, রবীন্দ্রনাথের (Rabindranath) জন্মস্থান ভুল বলার পর, এবার ৫০ বছর আগে প্রয়াত টলিউডের অভিনেতাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানাল বিজেপি।

বাংলা অভিনয় জগতের সাদাকালো যুগের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা প্রয়াত জহর গঙ্গোপাধ্যায়ের (Jahar Ganguly) বাড়িতে হাজির হয়ে তাঁর নাম ধরে ডাকাডাকি করেন বিজেপি কর্মীরা। শুনে তাজ্জব তাঁর উত্তরাধিকারীরা। প্রশ্ন করে তাঁরা জানতে পারেন, বিজেপির তরফে জহর গঙ্গোপাধ্যায়কেই আমন্ত্রণ জানিয়ে কার্ড দিতে এসেছেন তাঁরা! তাদের ভ্রান্তি না কাটিয়ে কোনওক্রমে কার্ড নিয়ে তাঁদের বিদায় জানান জহর গঙ্গোপাধ্যায়ের নাতনি সুজাতা খাস্তগীর (Sujata Khastagir)।

কী জানতে চেয়ে ছিলেন ওই বিজেপি কর্মীরা? “জহরদা বাড়ি আছেন? আসলে, ওঁকে ফোনে পাচ্ছিলাম না, তাই আমরা এলাম।” সুজাতা খাস্তগীর এতটাই বিস্মিত যে তিনি কোনও উত্তরই দিতে পারছিলেন না। কারণ 1969 সালে মারা গিয়েছেন তাঁর দাদু জহর গঙ্গোপাধ্যায়। প্রাথমিক বিস্ময় কাটিয়ে কার্ডটি নিয়ে তাঁদের বিদায় জানান সাউথ পয়েন্ট স্কুলের ‘আর্ট টিচার’  সুজাতা।

কার্ডে লেখা, “৬৯ নং ওয়ার্ডে বড়দিনের সকালে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে তাতে অতিথি হিসেবে থাকতেই হবে “জহর গঙ্গোপাধ্যায় মশাইকে”। সুজাতার কথায়, এই জ্ঞান নিয়ে যাঁরা এসেছেন, তাঁদের ভুল ভাঙাতে যাওয়া বৃথা বলেই মনে করেন তিনি।

তবে, বিজেপি কর্মীদের এহেন কাজের সাফাইয়ে রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর বক্তব্য, কর্মীরা হয়ত ভুল করেছেন। হয়ত অন্য কোনও জহর গঙ্গোপাধ্যায়ের বাড়ি কার্ড দিতে গিয়ে প্রয়াত অভিনেতার বাড়ি চলে গিয়েছেন।

আরও পড়ুন-আমরা মমতার পাশে আছি, জনসভায় বললেন সৌগত

spot_img

Related articles

জামিন মেলেনি সুপ্রিম কোর্টে! এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন পার্থ

নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টে জামিন না মেলায় এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন পার্থ চট্টোপাধ্যায়। আগামী ১৯ মে বিচারপতি...

ধান সংগ্রহে স্বচ্ছতা আনতে তিনস্তরের মনিটরিং কমিটি পুনর্গঠনের নির্দেশ রাজ্যের

কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান সংগ্রহের প্রক্রিয়া আরও স্বচ্ছ এবং কার্যকর করতে তৎপর রাজ্য সরকার। এই...

ট্রাম্পের মধ্যস্থতা মেনে নেওয়া অপমানজনক: মত সৌগত রায়ের

আপাত সংঘর্ষ বিরতি ভারত-পাকিস্তানের মধ্যে। এই বিষয়ে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন তাঁর মধ্যস্থতায় এই বিরতি হয়েছে। এই...

তুর্কি বয়কটের ডাক RSS-এর, চিন-তুরস্কে দ্বিচারিতা ভারতের

ভারতীয় সেনার তরফে প্রেস বিবৃতিতে বড় করে তুলে ধরা হচ্ছে পাকিস্তানের শক্তির পিছনে চিন ও তুরস্কের ভূমিকা। একের...