মোহালির ইতিহাস মেলবোর্নে

১৫ বছর আগের মোহালি( mohali) ফিরল মেলবোর্নে (melbourne) । বক্সিং ডে টেস্টে ( boxing day test ) ২০০৫ এর ঘটনা দেখল মেলবোর্ন। দ্বিতীয় টেস্ট ম‍্যাচে অভিষেক ঘটে দুই ক্রিকেটার শুভমন গিল( shubman gill) এবং মহম্মদ সিরাজের (mohammed siraj )।

এদিন প্রথম ম‍্যাচই দলকে ভরসা দেন সিরাজ। নেন দুই উইকেট। টেস্ট সিরিজে তিনি প্রথম উইকেটটি নেন লাবুশানের। লাবুশানের ক‍্যাচটি ধরেন আরেক অভিষেককারী শুভমন গিল। ১৫ বছর আগে এরকম এক ঘটনার সাক্ষী হয়েছিল মোহালি।

২০০৫ সালে মোহালিতে ভারতের জার্সি পরে অভিষেক ঘটেছিল পিযুষ চাওলা (piyush chawla) এবং মুনাফ প‍্যাটেলের( munaf patel)। সেই ম‍্যাচে পিযুষ চাওলার বলে ক‍্যাচ ধরেন মুনাফ। তারই রিপ্লে ২০২০ বক্সিং ডে টেস্টে দেখল ক্রিকেট দুনিয়া।

প্রথম টেস্টের ব‍্যর্থতার পর এদিন দ্বিতীয় টেস্টে একাধিক পরিবর্তন আনে ভারতীয় দল( india) । দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে ( Australia) ১৯৫ রানে আটকে দেয় অজিঙ্কে রাহানের( ajinkya rahane) দল। দুরন্ত বোলিং ভারতীয় বোলারদের।

আরও পড়ুন:বক্সিং ডে টেস্টে দুরন্ত প‍্যারফমেন্স ভারতীয় বোলারদের, ৪ উইকেট বুমরার, ৩ টি উইকেট অশ্বিনের

Previous article‘জহর দা’কে অনুষ্ঠানে আমন্ত্রণ বিজেপির!
Next articleনন্দীগ্রামে শুভেন্দু’র বিরুদ্ধে তৃণমূল প্রার্থী হতে চান মদন মিত্র