বক্সিং ডে টেস্টে দুরন্ত প‍্যারফমেন্স ভারতীয় বোলারদের, ৪ উইকেট বুমরার, ৩ টি উইকেট অশ্বিনের

বক্সিং ডে টেস্টে ( boxing day test) চালকের ভুমিকায় ভারত( india)। শনিবার মেলবোর্নে (melbourne) অস্ট্রেলিয়াকে ১৯৫ রানে গুটিয়ে দেয় অজিঙ্কে রাহানের(ajinkya rahane) দল। এদিন ভারতীয় বোলারদের দাপটে কুপোকাত স্টিভ স্মিথ( steve smith) , টিম পেনরা। ভারতের হয়ে দুরন্ত বোলিং জসপ্রীত বুমরা ( jasprit bumrah) , আর অশ্বিনের( r ashwin)। অভিষেক ম‍্যাচে দুই উইকেট মহম্মদ সিরাজের। দিনের শেষে ১উইকেট হারিয়ে ৩৬ রানে দাড়িয়ে টিম ইন্ডিয়া। ১৫৯ রানে পিছিয়ে ভারত।

প্রথম টেস্ট জয়ের ফলে এদিন মেলবোর্নে ভারতের বিরুদ্ধে কিছুটা এগিয়ে নামে অস্ট্রেলিয়া। তবে মাঠে নামতেই একেবারে উল্টো চিত্র ধরা পড়ল ভারত-অস্ট্রেলিয়া ম‍্যাচে।

ম‍‍্যাচে এদিন টসে জিতে প্রথমে ব‍্যাট করতে নেমে ১৯৫ রানে গুটিয়ে যায় অজি ব্রিগেড। অস্ট্রেলিয়ার হয়ে একা লড়াই চালান লাবুশানে। ৪৮ রান করেন তিনি। শূন‍্যরানে আউট হন বার্নস এবং স্টিভ স্মিথ। ৩৮ রান করেন হেড। ভারতের হয়ে চারটি উইকেট নেন জাসপ্রীত বুমরা। তিনটি উইকেট নেন আর অশ্বিন এবং দুটি উইকেট মহম্মদ সিরাজ। অভিষেক ম‍্যাচে নজর কারলেন তানি।

জবাবে ব‍্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় ভারত। শূন‍্য রানে আউট হয়ে প‍্যাভিলিয়ানে ফেরেন মায়াঙ্ক আগরওয়াল। ভারতের হয়ে ক্রিজে রয়েছেন শুভমন গিল এবং চেতেশ্বর পুজারা। দিনের শেষে ভারতের রান সংখ‍্যা ১উইকেট হারিয়ে ৩৬ রান। ১৫৯ রানে পিছিয়ে ভারত।

বক্সিং ডে টেস্টে দুরন্ত প‍্যারফমেন্স ভারতীয় বোলারদের। এখনো পর্যন্ত মহম্মদ শামির অভাব বোধ করায়নি জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজরা। এখন দেখার রাহানের নেতৃত্বে বিরাট হীন ভারতীয় ব‍্যাটিং লাইনআপ কতটা সফল হয় বক্সিং ডে টেস্টে।

আরও পড়ুন:আইএফএ সচিব পদ থেকে পদত‍্যাগ করলেন জয়দীপ মুখোপাধ‍্যায়

Previous articleকৃষক আন্দোলনের নেতৃত্ব দিতে রাহুল ব্যর্থ: শিবসেনা
Next article২০২১-এর মাধ্যমিক পরীক্ষার সূচি প্রকাশ