Friday, November 7, 2025

বক্সিং ডে টেস্টে দুরন্ত প‍্যারফমেন্স ভারতীয় বোলারদের, ৪ উইকেট বুমরার, ৩ টি উইকেট অশ্বিনের

Date:

বক্সিং ডে টেস্টে ( boxing day test) চালকের ভুমিকায় ভারত( india)। শনিবার মেলবোর্নে (melbourne) অস্ট্রেলিয়াকে ১৯৫ রানে গুটিয়ে দেয় অজিঙ্কে রাহানের(ajinkya rahane) দল। এদিন ভারতীয় বোলারদের দাপটে কুপোকাত স্টিভ স্মিথ( steve smith) , টিম পেনরা। ভারতের হয়ে দুরন্ত বোলিং জসপ্রীত বুমরা ( jasprit bumrah) , আর অশ্বিনের( r ashwin)। অভিষেক ম‍্যাচে দুই উইকেট মহম্মদ সিরাজের। দিনের শেষে ১উইকেট হারিয়ে ৩৬ রানে দাড়িয়ে টিম ইন্ডিয়া। ১৫৯ রানে পিছিয়ে ভারত।

প্রথম টেস্ট জয়ের ফলে এদিন মেলবোর্নে ভারতের বিরুদ্ধে কিছুটা এগিয়ে নামে অস্ট্রেলিয়া। তবে মাঠে নামতেই একেবারে উল্টো চিত্র ধরা পড়ল ভারত-অস্ট্রেলিয়া ম‍্যাচে।

ম‍‍্যাচে এদিন টসে জিতে প্রথমে ব‍্যাট করতে নেমে ১৯৫ রানে গুটিয়ে যায় অজি ব্রিগেড। অস্ট্রেলিয়ার হয়ে একা লড়াই চালান লাবুশানে। ৪৮ রান করেন তিনি। শূন‍্যরানে আউট হন বার্নস এবং স্টিভ স্মিথ। ৩৮ রান করেন হেড। ভারতের হয়ে চারটি উইকেট নেন জাসপ্রীত বুমরা। তিনটি উইকেট নেন আর অশ্বিন এবং দুটি উইকেট মহম্মদ সিরাজ। অভিষেক ম‍্যাচে নজর কারলেন তানি।

জবাবে ব‍্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় ভারত। শূন‍্য রানে আউট হয়ে প‍্যাভিলিয়ানে ফেরেন মায়াঙ্ক আগরওয়াল। ভারতের হয়ে ক্রিজে রয়েছেন শুভমন গিল এবং চেতেশ্বর পুজারা। দিনের শেষে ভারতের রান সংখ‍্যা ১উইকেট হারিয়ে ৩৬ রান। ১৫৯ রানে পিছিয়ে ভারত।

বক্সিং ডে টেস্টে দুরন্ত প‍্যারফমেন্স ভারতীয় বোলারদের। এখনো পর্যন্ত মহম্মদ শামির অভাব বোধ করায়নি জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজরা। এখন দেখার রাহানের নেতৃত্বে বিরাট হীন ভারতীয় ব‍্যাটিং লাইনআপ কতটা সফল হয় বক্সিং ডে টেস্টে।

আরও পড়ুন:আইএফএ সচিব পদ থেকে পদত‍্যাগ করলেন জয়দীপ মুখোপাধ‍্যায়

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version