Tuesday, May 6, 2025

শান্তি-উন্নয়নের জন্য পরিবর্তন: বিমল-অনীতদের মিছিলে নজরকাড়া ভিড়

Date:

বিমল গুরুং শিবিরের উপচে পড়া জনসভার সাতদিনের মাথায় সোনাদা থেকে দার্জিলিং (Darjeeling) ‘পরিবর্তন-যাত্রা’ করে শক্তি দেখালেন বিনয় তামাং-অনীত থাপারা (Binay Tamang-Anit Thapa)। শনিবার সকাল থেকে ১৬ কিলোমিটার পদযাত্রায় অংশ নিতে দেখা যায় হাজার-হাজার পাহাড়বাসীকে। শারীরিক অসুস্থতার কারণে পদযাত্রায় ছিলেন না বিনয়। তবে অনীত থাপা আগাগোড়াই ছিলেন।

দীর্ঘ পদযাত্রার শেষে দার্জিলিঙের মোটর স্ট্যান্ডে জনসভা কররা কথা অনীতের। পদযাত্রা শুরুর সমযে অনীত জানিয়ে দেন, পাহাড়ের মানুষকে ভয় দেখিয়ে এতদিন যে রাজনীতি হয়েছে তা আর চলবে না। এখথন পাহাড়ের মানুষ সেই হিংসা, হুমকির রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে গত সাড়ে তিন বছর ধরে শান্তি বজায় রেখেছেন। সেই পরিবর্তনের মানসিকতা এখন কতটা জোরাল তা এদিনের পরিবর্তন যাত্রায় লাখো মানুষের অংশ নেওয়া থেকে পরিষ্কার বলে দাবি করেছেন অনীত।

তবে অনীত থাপা কিন্তু তাঁর পদযাত্রার সময়ে যতবার কথা বলেছেন কখনও বিমল গুরুংয়ের নামচ্চারণ করেননি। তিনি জানিয়ে দেন, গত সাড়ে তিন বছরে পাহাড় যাঁদের দেখা পায়নি, তাঁদের সম্পর্কে কথা বলে তিনি নিজের এনার্জি নষ্ট করতে চান না। বরং, পদযাত্রায় কাতারে-কাতারে মানুষের সামিল হওয়া থেকে তাঁরা শিক্ষা নিতে পারেন, পাহাড়ের মানুষ এখন পরিবর্তনের পক্ষে।

তবে পাহাড়ে এখন বড়দিনের মরসুমে উৎসবের মেজাজ রয়েছে। পর্যটকদের ভিড়ও হয়েছে। তার মধ্যে সকাল থেকে পদযাত্রার কারণে ও জনসভার জন্য দীর্ঘ সময় নানা এলাকায় যানজট হয়। তাতে ভোগান্তি হয় পর্যটকদের (Tourist)। বর্ষবরণের জন্য পাহাড়ে যখন নানা প্রস্তুতি চলছে, ম্যাল চৌরাস্তায় বসেছে বড় মাপের প্রদর্শনী। সেখানে স্বনির্ভর গোষ্ঠীগুলির স্টলে ভিড়ও হচ্ছে খুব।

এই অবস্থায়, বিমল গুরুং-রোশন গিরি (Bimal Gurung-Roshan Giri) বনাম বিনয় তামাং-অনীত থাপাদের পরস্পরকে শক্তি প্রদর্শনের জন্যে মিছিল-মিটিংয়ের প্রতিযোগিতা শুরু হওয়ায় পর্যটন মহলের অনেকে উদ্বিগ্ন।

আরও পড়ুন-কমেনি ক্ষোভ: শিলিগুড়িতে বিক্ষুব্ধ বিজেপিদের অনুষ্ঠান

Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...
Exit mobile version